ইনসাইড বাংলাদেশ

‘শিগগিরই র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠবে’


প্রকাশ: 16/01/2023


Thumbnail

শিগগিরই র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে শনি ও রোববার ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার (ডোনাল্ড লু) একান্তে মিটিং হয়েছে। তার সঙ্গে আমার আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনায় অনেক কথা হয়েছে। আমার যা মনে হয়েছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বন্ধ হোক সেটা কখনোই চায় না আমেরিকার সরকার। বাংলাদেশকে তারা আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়। তারা এদেশের মানবাধিকার আরও ওপরে থাকুক সেটা দেখতে চায়। এদেশে সুষ্ঠু নির্বাচন হোক সেটা চায়। কেউ যেন সহিংসতায় লিপ্ত না হয়। এসব নিয়েই আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে আমরা বলেছি, অতীতে কীভাবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস আমরা মোকাবিলা করেছি। এটার প্রশংসা করেছেন তারা এবং বলেছেন সুন্দরভাবে এসব মোকাবিলা করেছেন।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল বলেছেন, তোমারা যেভাবে এগিয়ে যাচ্ছো সঠিক পথে যাচ্ছো। আমরা মনে করি হয়তো শিগগিরই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। যেভাবে চলছো তোমরা সেটা যেন অব্যাহত থাকে। তোমাদের ল’ইয়ার ভালো ভূমিকা রাখছে। আমরা আশা করছি এটা অচিরেই শেষ হবে। কাউকে নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে নই আমরা। ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে হলে দেখেশুনে দেবে বলে আভাস দিয়েছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। তবে সেই প্রক্রিয়াটা কিছুটা জটিল। এ প্রক্রিয়ায় কয়েকটি ধাপ রয়েছে, তা পার হতে হয়। তারা বলেছেন, নিষেধাজ্ঞা যাদের দেয়া হয় সেটা প্রত্যাহারের সময় কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। প্রক্রিয়াটা একটু জটিল। তারা আরও বলেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা উত্তরণ হবে এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে। তাদের বক্তব্য এটাই ছিল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭