ইনসাইড সাইন্স

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে…

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2018


Thumbnail

অ্যান্ড্রয়েড ফোনগুলোর নিরাপত্তা আর তথ্য চুরির হাত থেকে বাঁচতে ফোনে প্যাটার্ন লক সিস্টেম দেওয়া হয়। এটা সত্যিই বেশ নিরাপদ। কিন্তু এই লক ভুলে গেলে তখন হয় মহাবিপদ। নিজে খুলতে না পারলে যেতে হয় দোকানে, গচ্চা যায় টাকার। কিন্তু নিজ চেষ্টাতে চাইলেই এই প্যাটার্ন লক খুলে ফেলা যায়।

কীভাবে প্যাটার্ন লক খুলবে

১. মোবাইলের লক প্যাটার্ন ভুলে গেলে প্রথমেই মোবাইলটি সুইচ অফ করে ফেলতে হবে।
২. এর দশ সেকেন্ড পরে মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন।
৩. এর কিছুক্ষণ পরে মোবাইলের ব্যাটারি আবার লাগিয়ে এক সঙ্গে ‘আপ ভলিউম কি’, ‘পাওয়ান বাটন’, এবং ‘হোম বাটন’ চেপে ধরে রাখুন ‘রিকভারি মুভ স্ক্রিন’ নামে অপশন আসা পর্যন্ত।
৪. তারপর ভলিউম বাড়ানোর সুইচ ব্যবহার করে ‘ওয়াইপ ডেটা’ কিংবা ‘ফ্যাক্টরি রিসেট’ নামে অপশনে গিয়ে হোম বাটনে প্রেস করুন। তার পর ‘ইয়েস’ অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই ফোনটি আবার চালু হয়ে যাবে।

কিন্তু এভাবে লক খুললেও বেশকিছু সমস্যা হতে পারে। কারণ এর ফলে ফোনের সেভ করা নম্বর ও অ্যাপগুলো মুছে যাবে। তবে এক্ষেত্রে আলাদা করে ব্যাক আপ নেওয়া থাকলে ঝামেলা হওয়ার কথা না।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭