ইনসাইড গ্রাউন্ড

রংপুরকে হারিয়ে জয়ে ফিরবে খুলনা !


প্রকাশ: 17/01/2023


Thumbnail

বিপিএল নবম আসরে ৩ ম্যাচে দুই জয়, এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে বিপিএল নবম আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানীতে।

চট্টগ্রামের সাগরিকায় আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু দুপুর ১:৩০ মিনিটে।

পয়েন্ট টেবিলে নিজেদের ভালো অবস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই রংপুরের। খুলনা টাইগার্সও চাইবে আজ রংপুরকে হারিয়ে অন্তত জয়ের সূচনা করতে। এবারের আসরে চট্টগ্রাম পর্বে শুরুর দিনেই দেখা হয়েছিলো দুই দলের। সে ম্যাচে খুলনাকে ৪ উইকেটে হারিয়েছিলো রংপুর।

এবারের আসরে নিজেদের প্রথম মুখোমুখি দেখায় খুলনার ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়ে দেন রাইডার্সের রবিউল হক। ডানহাতি এ অপ স্পিনারের বোলিং তোপে ১৩০ রানে অল আউট হয় খুলনা। তিনি একাই তুলে নেন চার উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর। আজ তাই রংপুরকে হারিয়ে প্রতিশোধের পাশাপাশি জয়েও ফিরতে চাইবে খুলনা।

আজ রংপুরের বিপক্ষে জয় পেতে দায়িত্ব নিতে হবে খুলনার ব্যাটারদের। দলটিতে রয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। যদিও নবম বিপিএল আসরটা ভালো যাচ্ছে না এ বাঁহাতির। জাতীয় দলের ওয়ানডে এ অধিনায়ক খুলনার হয়ে ৩ ম্যাচে করেছেন ৪৯ রান। তবে ফর্মে ফিরলে নিজের দিনে যে কোন দলকে ব্যাট হাতে একাই ধবল ধোলাই করতে পটু এ ব্যাটার। এছাড়াও দলটিতে রয়েছে পাকিস্তানি ক্রিকেটার আজম খান। চলতি বিপিএলে দুর্দান্ত এক শতক আছে আজমের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছিলেন ৫৮ বলে ১০৯ রানের এক ঝড়ো ইনিংস। শেষ ম্যাচে আজকের প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে করেছিলেন ২৩ বলে ৩৪ রান। আজমের আরেক স্বদেশী সারজিল খান ও রয়েছে দলটিতে। এই তিন ব্যাটারের যে কেউ বাড়তি দায়িত্ব নিতে হবে আজও।

বোলিংয়ে খুলনার হয়ে সর্বোচ্চ সফল জাতীয় দলের বোলার মোহাম্মদ সাইফুউদ্দিন। এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৩ ম্যাচে নিয়েছেন চার উইকেট। পেসার বিভাগে দলটিতে আরও রয়েছে পাকিস্তানি বাঁহাতি বোলার ওহাব রিয়াজ। তবে এবারের বিপিএলে বল হাতে এখনো অসফল এ পাক বোলার। তিন ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। রংপুরের বিপক্ষে জয়ের জন্য ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে খুলনাকে।

অন্যদিকে টুর্নামেন্টে ৩ ম্যাচের ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানে রংপুর রাইডার্স। রংপুরের মূল ভরসা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। এ আসরে রয়েছেন দারুন ফর্মে। ৩ ম্যাচে অভিজ্ঞ এ ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১৪৪ রান। ফিনিশিংয়ে অসাধারণ ৪০ বছর বয়সী এ ক্রিকেটার। শোয়েবের সাথে আজ একাদশে থাকবেন পাক অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও। দেশীয় ক্রিকেটার নুরুল, শামীম হাসানরাও রয়েছেন দলটিতে। বোলিং বিভাগে দলটির মূল শক্তির জায়গা রবিউল হক, আজমত উল্লা ওমরযাইরা। এছাড়াও জাতীয় দলের বোলার হাসান মাহমুদও রয়েছে দলটিতে।

দেখে নেওয়া যাক আজকে দুই দলের সম্ভাব্য একাদশঃ

খুলনা টাইগার্সঃ তামিম ইকবাল, সারজিল খান, হাবিবুর রহমান, আজম খান (উইকেট কিপার), ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, ওহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুউদ্দিন, আহমেদ বাট, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্সঃ মোহাম্মদ নাইম, রনি তালুকদার, সাইম আইয়ুব, মেহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, নুরুল হাসান(উইকেট কিপার, অধিনায়ক), আজমতউল্লাহ ওমযাই, রবিউল হক, হাসান মাহমুদ, রাকিবুল হাসান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭