ইনসাইড গ্রাউন্ড

স্কালোনির চোখে মেসি ইতিহাসের সেরা


প্রকাশ: 18/01/2023


Thumbnail

কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসির ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিলো বিশ্বকাপ ট্রফির। তবে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষা আর লিও মেসির অপূর্নতা সবই পূরণ হয়ে গেলো কাতার বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে। এরপরেই প্রশ্ন উঠছে লিওনেল মেসিই কি ইতিহাসের সেরা খেলোয়াড়? লিওনেল মেসির আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। তাই আর্জেন্টিনায় এখন মেসি-ম্যারাডোনার মধ্যে সেরার বিতর্ক চলতেই পারে। তবে দেশটিতে সর্বকালের সেরা খেলোয়াড় কে তা নিয়ে এবার মুখ খুললেন কাতার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল স্কালোনি একজন আর্জেন্টাইন ফুটবলার। খেলেছিলেন আর্জেন্টিনার জার্সি গায়ে, এখন জাতীয় দলের কোচ। স্কালোনির হাত ধরেই ৩৬ বছরে শিরোপা খরা কাটে আর্জেন্টাইনদের। মাঠের বাহিরে যদি মাস্টার মাইন্ড স্কালোনি হন তবে বিশ্বকাপ জয়ে মাঠের মধ্যেমণি ছিলেন লিওনেল মেসি। দলকে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে নিজেও জিতে নিয়েছেন কাতার বিশ্বকাপের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

স্পেনের মায়োর্কো শহরে এখন অবস্থান করছেন কোচ স্কালোনি। সেখানে গতকাল এক রেডিওতে সাক্ষাৎকার দেন তিনি। কথা বলেন স্পেনের জাতীয় দলের ফুটবল এবং আর্জেন্টিনার বিশ্বকাপ প্রসঙ্গে। সাক্ষাৎকারের এক পর্যায়ে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, মেসি ম্যারাডোনার মধ্যে তাঁর কাছে সেরা কে? স্কালোনি বলেছেন, ‘একজনকে বেছে নিতে হলে আমি লিওকে নেব। তার সঙ্গে আমার সম্পর্কটাও বিশেষ কিছু।

কাতার বিশ্বকাপে সবচেয়ে তরুণ বয়সী কোচের খেতাব পাওয়া স্কালোনি আরও বলেন, লিও মেসি ইতিহাসের সেরা, যদিও ম্যারাডোনাও কিংবদন্তি, ইতিহাসের অংশ।

সাতবারের ব্যালন ডিওর জয়ী শিষ্য সম্পর্কে স্কালোনি বলেন,  ‘আমি জানি না কোনো কোচ এটা বলেছেন কি না যে মেসিকে কোচিং করানো কঠিন। তাকে অনুশীলন করানো কঠিন কিছু নয়। কৌশলগত জায়গা থেকে, তাকে ঠিক করার কিছু নেই। তবে হ্যাঁ, চাপের মাঝে কীভাবে আক্রমণ হবে সেটা বলা হয়।

আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে এখনো চুক্তি নবায়ন না হলেও লিওনেল স্কালোনিকে যে রেখে দিবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন তা বলা অনুমেয়। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনির চুক্তি শেষ হয়েছিলো কাতার বিশ্বকাপে।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭