ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের সেরাদের তালিকায় আছেন কারা?


প্রকাশ: 18/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবম আসর চলছে। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ১৬টি ম্যাচ শেষ হয়েছে এরইমধ্যে। চট্টগ্রামে চলছে প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্বের খেলা। নানা কারণে আলোচিত-সমালোচিত হলেও এবারের বিপিএলে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এখন পর্যন্ত টুর্নামন্টের শীর্ষ রান ও উইকেট সংগ্রহাকের তালিকায় দাপট দেশিয় ক্রিকেটারদের।

বিপিএলে সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। সেখানে ৫ জয়ের বিপরীতে ১ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি। ৫টি করে ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাকি ৪ দল খেলেছে চারটি করে ম্যাচ। তবে সর্বোচ্চ রান ও উইকেটের তালিকায় আধিপত্য সিলেটের ক্রিকেটারদের।

এখন পর্যন্ত বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদ হৃদয়। সিলেটের খেলা ৬ ম্যাচের মধ্যে ৪টিতে একাদশে ছিলেন তিনি। যার মধ্যে ৩ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে চমক দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩টি অর্ধশতকে ১৯৫ রান তুলেছেন হৃদয়। ৩টি খেলাতেই হয়েছেন ম্যাচ সেরা। হাতের ইনজুরির কারণে খেলতে পারেন নি সিলেটের সবশেষ দুই ম্যাচ। ১৯২ রান নিয়ে ঠিক তার পেছনেই রয়েছেন তার সতীর্থ নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত সিলেটের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন। এ তালিকায় তিন নম্বরে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান। ৫ ম্যাচ খেলে তার সংগ্রহ ১৬৩ রান। তার পরেই অবস্থান করছেন আরেক পাকিস্তানি খুলনা টাইগার্সের আজম খান। ৪ ম্যাচ থেকে ১৬১ রান তুলেছেন আজম। আর এক রান কম নিয়ে আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন লিটন দাস। প্রথম তিন ম্যাচে লিটনের ব্যাট না হাসলেও, শেষ দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

৯ উইকেট নিয়ে বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ উইকেটের মালিক সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৭ উইকেট নিয়ে তালিকার পরের দুইটি জায়গা দখল করেছেন রংপুর রাইডার্সের পেসার রবিউল হক এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম। দুজনেই খেলেছেন তিনটি করে ম্যাচ। শীর্ষ পাঁচের পরের দুটি স্থানে রয়েছেন দুই পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম। তাদেরও উইকেট সংখ্যা ৭। তবে খুলনবার রিয়াজ খেলেচন ৪টি ম্যাচ আর ইমাদ সিলেটের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছেন।

চ্যালেঞ্জার্সের বিপক্ষে বরিশালের করা ২০২ রান টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২০১ রান তুলে এই তালিকার দুইয়ে সিলেট। এই দুটিই এবারের আসরে দুইশো ছড়ানো ইনিংস। তালিকার পরের দুটি স্থানও এই দুই দলের। নিজেদের মধ্যকার প্রথম ম্যাচে বরিশালের ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ ১৯৬ রান তুলে জয় নিশ্চিত করেছিল সিলেট। আর ১৭৯ রান করে পাঁচ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স।

বিপিএলের চলতি আসরে সেঞ্চুরি হয়েছে দুটি। সেই দুটি আবার একই ম্যাচে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে ১০৯ রান করেছিলেন আজম খান, যা টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ। পরে টার্গেটে ব্যাট করতে নেমে আরেক পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খানের ১০৩ রানে ভর করে সে ম্যাচে জয় তুলে নেয় চট্টগ্রাম। ৮৪ রান নিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকার তিনে সিলেটের তৌহিদ হৃদয়। ৮১ রান নিয়ে চারে রয়েছেন সাকিব আল হাসান। আর সিলেটের বিপক্ষে ৭০ রানের ইনিংসে পাঁচ নম্বরে লিটন দাস।

ব্যক্তিগত সেরা বোলিং ফিগার রেজাউর রহমান রাজার। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামে বিপক্ষে ১৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন সিলেটের এাই তরুণ পেসার। তার সমান ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে ওয়াহাব রিয়াজ। পরের তিনটি স্থানে থাকা রবিউল হক, আল আমিন হোসেন ও তানভীর ইসলামও ৪টি করে উইকেট শিকার করেছেন এক ম্যাচে।

এছাড়া টুর্নামেন্টে রানের হিসেবে সবচেয়ে বড় জয় সিলেটের। ঢাকার বিপক্ষে ৬২ রানে জয় পেয়েছিল দলটি। আর উইকেটে হিসেবে সে তালিকার শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। দুই দলই ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে চলতি আসরে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন সাকিব আল হাসান। ১৯৫ স্ট্রাইকরেটে তিন ইনিংস থেকে ১৫৬ রান তুলেছেন বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয়।

আজ বিরতির পর কাল থেকে আবার শুরু হবে মাঠের লড়াই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭