ইনসাইড গ্রাউন্ড

টি-২০ উইকেট নিয়ে সতর্ক বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2018


Thumbnail

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এবং ঢাকা টেস্টে ভরাডুবি হয়েছে টাইগারদের। প্রথম টেস্টেও ডুবতে ডুবতে বেঁচে গেছে খালেদ মাহমুদ সুজনের দল। সম্প্রতি জয় পরাজয়ের থেকে বেশি আলোচনা হয়েছে উইকেটের আচরণ নিয়ে।

দ্বিতীয় টেস্টে মিরপুরে বোলিং বান্ধব উইকেট বানিয়ে যেন খাল কেটে কুমির এনেছিল বাংলাদেশ। মুরালি ধারণ-চামিন্দা ভাসের উত্তরসূরিদের হাতে শোচনীয়ভাবে ঘায়েল হতে হয় টাইগারদের। তাই এবার বিসিবি কর্তারা টি-টোয়েন্টি সিরিজে মাঠকর্মীদের উইকেটের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ওডিআই, টেস্টে ব্যর্থতার ময়নাতদন্ত করছে বিসিবি, দলের জন্য একজন হেড কোচের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে স্বীকার করেছে ক্রিকেট বোর্ড।

ত্রিদেশীয় সিরিজে চাহিদা মতো উইকেট না পাওয়ায় কিউরেট গামিনি ডি সিলভার উপর অসন্তুষ্ট ছিলেন ক্রিকেটার ও ম্যানজেমেন্ট। তথ্য পাচারের অভিযোগে গামিনি বরখাস্ত হতে পারেন এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। এমন পরিস্থিতে মাঠকর্মীদের উইকেটের বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলল বোর্ড।


বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭