ইনসাইড গ্রাউন্ড

যে ভাবে দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই


প্রকাশ: 19/01/2023


Thumbnail

এল ক্লাসিকো ম্যাচে এক সময় দ্বৈরথ ছিলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ম্যাচটি নিয়েও আগ্রহ থাকতো কোটি কোটি ফুটবল সমর্থকদের। তবে ফুটবলের এই দুই কিংবদন্তি কেউই নেই স্প্যানিশ কোন ক্লাবে। তাই এল ক্লাসিকো হলেও সমর্থকরা তেমন আনন্দ খুঁজে পায়না ম্যাচটিতে। তবে মধ্যেপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবারো দেখা যাবে মেসি-রোনালদো লড়াই।

আল নাসের ক্লাবে যোগ দিলেও এখনো মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ক্লাবের হয়ে মাঠে নামার আগেই রোনালদো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজির বিপক্ষে। যেখানে তাদের বিপক্ষে খেলবে রিয়াদ অলস্টার একাদশ। আর রিয়াদের অধিনায়কের দায়িত্বে থাকবেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল হিলাল ও আল নাসসেরে সমন্বয়য়ে গড়া দলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

দুই বছরেরও বেশি সময় পর ফুটবল বিশ্ব আবারো মেসি-রোনালদোর লাড়াই দেখতে যাচ্ছে। এবারের লড়াই হবে মধ্যেপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি ১৯ জানুয়ারি দিবাগত রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি টিভিতে দেখতে চাইবেন মেসি-রোনালদোর সমর্থকেরা। পিএসজির অফিসিয়াল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক, ইউটিউবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। বেইন স্পোর্টস চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি। এমনকি আমেরিকার ফুবো টিভিতেও লাইভ স্ট্রিম চলবে মেসি-রোনালদোর লড়াই।

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭