ইনসাইড গ্রাউন্ড

চট্টগ্রামে আজ সন্ধ্যায় বরিশাল-রংপুরের লড়াই


প্রকাশ: 19/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৮ তম ম্যাচে আজ সন্ধায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে দলটি। অন্যদিকে চার ম্যাচে সমান দুই জয় দুই হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বর স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

এর আগে নবম বিপিএলে নিজেদের প্রথম দেখায় মিরপুরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে রংপুর রাইডার্সকে উইকেটে হারিয়ে দেয় বরিশাল। আগে ব্যাট করতে এসে রংপুরের রনি তালুকদারের ২৮ বলে ৪০ শোয়েব মালিকের ৩৬ বলে ৫৪ রানে ভর করে ১৫৯ রানের টার্গেট দেয় বরিশালকে। জবাবে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের ৫২ এবং মিরাজের ৪৩ রানে উইকেট হাতে রেখে নুরুল হাসান সোহানের দলকে হারিয়ে দেয় বরিশাল।

সে ম্যাচে দলকে নেতৃত্ব দিলেও ইনজুরির জন্য নিজেদের শেষ ম্যাচে দলে ছিলেন না নুরুল। নুরুলের পরিবর্তে রংপুরের অধিনায়ক এখন পাক ক্রিকেটার শোয়েব মালিক। এছাড়াও বরিশালের বিপক্ষে প্রথম লড়াইয়ে ছিলো না আরও দুই বিদেশী মোহাম্মদ নেওয়াজ হারিস রউফ। অলরাউন্ডার নেওয়াজ গতিময় পেস বোলার হারিস রউফের অন্তভুর্ক্তি রংপুরকে করেছে শক্তিশালী।

অন্যদিকে দেশি-বিদেশি ক্রিকেটারের মিশলে দারুণ এক দল ফরচুন বরিশাল। দলকে নেতৃত্ব দেওয়া সাকিবও রয়েছেন ফর্মে। ব্যাটে বলে একাই যেনো টেনে তুলছেন দলকে। ব্যাট হাতে এখন পর্যন্ত ১৫৬ আর বল হাতে তুলে নিয়েছেন উইকেট, বোলিং ইকোনোমিও টি-টোয়েন্টি সুলভ। সাকিব ছাড়াও দলটিতে রয়েছে আক্রমণাত্মক আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরান পাক ক্রিকেটার ইফতেখার আহমেদ। অলরাউন্ডার মিরাজের সাথে আরও আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও।

দুই দলের খেলোয়াড় বিবেচনায় ম্যাচটি হতে যাচ্ছে সমর্থকদের জন্য উপভোগ্য। বরিশাল চাইবে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে। এদিকে পয়েন্ট টেবিলের তিনে থাকা রংপুর চাইবে শেষ ম্যাচের হার ভুলে বরিশালকে প্রতিহত করতে।

দেখে নেওয়া যাক আজ দুই দলের সম্ভাব্য একাদশঃ

ফরচুন বরিশালঃ মেহেদী হাসান মিরাজ, এনামুল হক (উইকেট কিপার ব্যাটার), ডি সিল্ভা, সাকিব আল হাসান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, মাহমুদউল্লহ রিয়াদ, করিম জান্নাত, কামরুল ইসলাম রাব্বি, সানজামুল ইসলাম, কাজী অনিক।

রংপুর রাইডার্সঃ রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, মেহেদী হাসান, শোয়েব মালিক (অধিনায়ক), শামীম হোসেন, মোহাম্মদ নেওয়াজ, আজমতউল্লাহ ওমরযাই, রাকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭