ইনসাইড এডুকেশন

নীলফামারীতে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি, অনিয়মিত শিক্ষকেরা


প্রকাশ: 19/01/2023


Thumbnail

সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নীলফামারী সদর উপজেলার যাদুরহাট এলাকার বড়ুয়া গাংবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এছাড়াও স্কুলে নিয়মিত আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে দিয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট ও শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

সরেজমিনে গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় বিদ্যালয়ে গিয়ে দেখা পাওয়া যায় স্কুলে নি কোনো শিক্ষার্থীর। শ্রেণী কক্ষে ঝুলছে তালা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ চার জন থাকার কথা থাকলেও ছিল শুধুমাত্র ওই স্কুলের সহকারী শিক্ষক আরজুমান আরা। তিনি স্কুল ছুটি দিয়ে বাসা যাওয়ার জন্য স্বামীর অপেক্ষা করছিলেন। তার কাছে স্কুলের হাজিরা খাতা ও প্রধান শিক্ষকের মুভমেন্ট খাতা দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানায়।'

স্কুল ছুটি দিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে থাকা সহকারী শিক্ষক আরজুমান আরার সাথে কথা হলে তিনি বলেন, 'হেড স্যারের সাথে ফোনে কথা বলেছি। তিনি বলেছেন আজকে ঠান্ডা স্কুল ছুটি দিয়ে তুমি চলে যাও।'

শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, 'আমাদের বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট ৪জন শিক্ষক। এর মধ্যে স্কুলে নিয়মিত না আসায় একজনকে সাসপেন্ড করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসে নি গত দুইদিন থেকে। অন্যান্য শিক্ষকদের কথা বলতে পারি না।'

বিদ্যালয় ছুটি হওয়ায় চলে যায় স্কুলের সকল শিক্ষার্থী।দেখা হয় ওই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তারের সঙ্গে। তার সাথে কথা হলে সে বলে,'স্কুলে একজন ম্যাডাম আসছে। একটা ক্লাস হয়েছে। ম্যাডাম আমাদের দুইটায় স্কুল ছুটি দিয়েছে। তাই আমরা সবাই বাড়ী চলে গিয়েছি।'

ওই এলাকার স্থানীয়রা জানায়, 'শিক্ষকেরা স্কুলে  নিয়মিত নিয়মিত আসেন না। দুই একজন শিক্ষক আসলেও আসে বেলা ১১টায়। বিদ্যালয় এসে আবার ফির দুইটা-আড়াইটার মধ্যে স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যায়। গ্রামের অধিকাংশ অভিভাবকের পাঠদান সময়সূচি সম্পর্কে ধারণা না থাকায় শিক্ষকরা এই সুযোগটা নিচ্ছেন। শিক্ষকদের এই অনিয়মের কারণে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন অভিভাবক ও স্থানীয়রা।'

এসকল অভিযোগের বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিকরুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,' আমরা স্কুল করি কি না। স্কুল কখন আসবো-যাবো, কখন ছুটি দিবো না দিবো সেটা আমি আর আমার এটিও (উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওই স্কুলের দায়িত্ব প্রাপ্ত) বুঝবো। আপনাকে বলতে যাবো কেনো।'

ওই স্কুলের নানা অনিয়ম অভিযোগের বিষয়ে বড়ুয়া গাংবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানীর সাথে মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরে নি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার বলেন, 'আমি এই বিষয়ে জানতাম না। আপনি জানালেন তদন্ত সাপেক্ষে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭