কালার ইনসাইড

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের যত স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য


প্রকাশ: 19/01/2023


Thumbnail

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ  দিন (১৯ জানুয়ারি) দেখানো হচ্ছে বিভিন্ন বিভাগের ৩২টি সল্পদৈর্ঘ্য ও ২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি ও আলিয়ঁস ফ্রঁসেজের ছয়টি মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে উৎসবের সিনমাগুলো।

প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর

সকাল ১০টা ৩০ মিনিটে গারগি, ভারত। দুপুর ১টায় দ্য কফিন পেইন্টার, চীন। বিকেল ৩টায়  মারিয়া(দ্যা ওশেন এনজেল, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় জিনদেগি ভ জিনদেগি( লাইফ এন্ড লাইফ), ইরান, সন্ধ্যা ৭টায়  পাপ পুণ্য, বাংলাদেশ। 

সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর

সকাল ১০টা ৩০ মিনিটে মহাত্মা মহানন্দা,ভারত। দুপুর ১টায় গ্রেথ মেয়ার ড্যানমার্কস পোর্সেল্যান্সড্রোনিং (গ্রেথ মেয়ার -দ্য কুইন অফ ড্যানিশ ডিজাইম),ডেনমার্ক;ওয়াক উইথ মি, ফিনল্যান্ড। বিকেল ৩টায় ইথোস অফ ডার্কনেস,ভারত;সুখা রোটি (দ্যা ডাইং ব্রেড), ভারত;(প্রোটো বানিও)ফার্স্ট সুইম,গ্রীস;ক্রিয়েচার ম্যান-কোলাজ,আর্মেনিয়া। বিকেল ৫টায় ছাদ (দ্যা টেরিস),ভারত। বিকাল ৭ টায় লক্ষ্মণ দাস সার্কাস, বাংলাদেশ;কুড ইউ বি ফ্রিইয়েট লক ইন?,বাংলাদেশ;অভয় শরওয়ারি (ফিয়ারলেস উইমেন ),বাংলাদেশ;স্বপ্নের ফেরিওয়ালা,বাংলাদেশ;এন এলিজিয়াক পোয়েম,বাংলাদেশ;নিরন্তর,বাংলাদেশ। 

জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল ১০টা ৩০ মিনিটে  আনুর,দ্য আইস অন দ্য সানসাইন,ভারত। দুপুর ১টায় মামা  আভাজ ই বাদ( সং অফ দ্য উইন্ড), ইরান। বিকেল ৩টায় উয় সাতিলাত(হোম ফর সেল),কিরগিস্তান।বিকেল ৫টায়  যায় যায় দিন,বাংলাদেশ;কুয়োর ব্যাং (ইনটু দ্য হোল),বাংলাদেশ;কত দিন স্কুল এ যাইনা( হ্যাভেন্ট বিন টু স্কুল ফর সো লং),বাংলাদেশ;বাট হোয়াই?, বাংলাদেশ; জার্নি টু জিরো, বাংলাদেশ;না পাক (দ্য ডার্টি স্টেট), বাংলাদেশ। বিকেল ৭ টায়  সুবক্স,ভারত।

চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি [ষষ্ঠ তলা]

সকাল ১০টা ৩০ আরেজো-ই জিবা (জিবাস্ উইশ), ইরান;আব, বাদ, খাক, নান (ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড),ইরান। দুপুর ১টায় অ্যালে উলেন গেলিয়েবট ওয়ের্ডেন (এভরিবডি ওয়ান্টস টু বি লাভড),জার্মানি।বিকেল ৩টায় মেজসেজোন (ইন লিমবো),রাশিয়া।বিকেল ৫টায়  সোনার বাংলা,ভারত;দেয়ার ফ্লোস পদ্মা,দ্য মাদার রিভার(দুর্বার গতি পদ্মা), ভারত।বিকেল ৭ টায়  কাপর কোড,(চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া)। 

শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্য অডিটোরিয়াম 

সকাল ১০টা ৩০ মিনিটে এলহাম ( ইন্সপিরেশন ),ভারত।দুপুর ১টায় টারলান, (কাজাখস্তান, রাশিয়া)। বিকেল ৩টায় ফিডলারস জার্নি টু বিগ স্ক্রিন,ইউএসএ।বিকেল ৫টায় শুভ্র ময়ূখ (দ্যা লাইট অফ ইনোসেন্স ),বাংলাদেশ;পহেলা ফাল্গুন ( দ্য ফার্স্ট ডে অফ দ্য স্প্রিং),বাংলাদেশ;সুন্দরবনের বানবিবি পূজা(বানোবিবি পূজা ইন সুন্দরবন);বাংলাদেশ;হায় হোসেন, বাংলাদেশ;মানসী,বাংলাদেশ;আত্মার জানালা(উইন্ডো অফ দ্য সোল),বাংলাদেশ; বোধ (এন্ড আই সিক), বাংলাদেশ। বিকেল ৭ টায়  পাগিরনিস ,নেদারল্যান্ডস;মার্ডার টাঙ্গ,পাকিস্তান। সার্চ,প্যালেস্টাইন;লুয়ানা , (পর্তুগাল, উরুগুয়ে);১% মিল্ক ,পেরু। 

আলিয়ঁস ফ্রসেইজ

সকাল ৯ টা ৩০ মিনিটে গুরুগিথে,শ্রীলঙ্কা। সকাল ১১  টায়  মেরস(দ্য লেগেসি) উজবেকিস্তান।দুপুর ২ টায় পডেলনিকি (দ্য রায়ট),রাশিয়া। বিকেল ৪ টায় প্রাপেডা(হকস মাফিন),ভারত।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭