ইনসাইড গ্রাউন্ড

ব্যাটিংয়ে বরিশাল, ঘুরে দাড়াতে চায় রংপুর


প্রকাশ: 19/01/2023


Thumbnail

বিপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর অধিনায়ক শোয়েব মালিক। টুর্নামেন্টে বেশ ভাল অবস্থানে রয়েছে বরিশাল। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩টিতেই জয় পেয়েছে সাকিব আল হাসানরা। সিলেটের বিপক্ষে হেরেছে অপর ম্যাচটি। ফুরফুরে মেজাজে রয়েছেন দলটির ক্রিকেটাররাও। ব্যাটে-বলে পারফর্ম করে জয়ের ধারা অব্যহৃত রাখতে চায় বর্তমান রানার্সআপরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।

অপরদিকে, ৪ম্যাচ খেলে ২টি করে জয় ও পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে রংপুর রাইডার্স। শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে দলটি। তবে ম্যাচের ভুল-ত্রুটি শুধরে ভাল কিছু করার প্রত্যয় দলটির। ইনজুরির কারণে নিয়মিত অদিনায়ক সোহান একাদশে না থাকায় এই ম্যাচেও অদিনায়কের দ্বায়িত্ব পালন করবেন শোয়েব মালিক।

দুই দলের একাদশ:

ফরচুন বরিশাল:

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী মিরাজ, আনামুল হক, ইবাদত হোসেন, কামরুল হাসান, ফজলে রাব্বি, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মাদ ওয়াসিম।

রংপুর রাইডার্স:

শোয়েব মালিক, রনি তালুকদার, পারভেজ ইমন, নাঈম শেখ, সিয়াম আইয়ুব, মোহাম্মাদ নাওয়াজ, মাহেদী হাসান, হারিস রউফ, রাকিবুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন।

বিপিএল, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, চট্টগ্রাব্যাটিংয়ে বরিশাল, ঘুরে দাড়াতে চায় রংপুর

বিপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর অধিনায়ক শোয়েব মালিক। টুর্নামেন্টে বেশ ভাল অবস্থানে রয়েছে বরিশাল। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩টিতেই জয় পেয়েছে সাকিব আল হাসানরা। সিলেটের বিপক্ষে হেরেছে অপর ম্যাচটি। ফুরফুরে মেজাজে রয়েছেন দলটির ক্রিকেটাররাও। ব্যাটে-বলে পারফর্ম করে জয়ের ধারা অব্যহৃত রাখতে চায় বর্তমান রানার্সআপরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।

অপরদিকে, ৪ম্যাচ খেলে ২টি করে জয় ও পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে রংপুর রাইডার্স। শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে দলটি। তবে ম্যাচের ভুল-ত্রুটি শুধরে ভাল কিছু করার প্রত্যয় দলটির। ইনজুরির কারণে নিয়মিত অদিনায়ক সোহান একাদশে না থাকায় এই ম্যাচেও অদিনায়কের দ্বায়িত্ব পালন করবেন শোয়েব মালিক।

দুই দলের একাদশ:

ফরচুন বরিশাল:

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী মিরাজ, আনামুল হক, ইবাদত হোসেন, কামরুল হাসান, ফজলে রাব্বি, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মাদ ওয়াসিম।

রংপুর রাইডার্স:

শোয়েব মালিক, রনি তালুকদার, পারভেজ ইমন, নাঈম শেখ, সিয়াম আইয়ুব, মোহাম্মাদ নাওয়াজ, মাহেদী হাসান, হারিস রউফ, রাকিবুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭