ইনসাইড গ্রাউন্ড

মেসির বিপক্ষে রোনালদোর পরাজয়


প্রকাশ: 20/01/2023


Thumbnail

অবশেষে সৌদি আরবে মাঠের ফুটবলে অভিষেক হলো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। মধ্যেপ্রাচ্যের ক্লাব আল নাসরে বছরের শুরুতে যোগদান করলেও কোন ম্যাচ খেলা হয়নি পর্তুগিজ তারকার। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির বিপক্ষেই মাঠে নামলেন সি আর সেভেন।

গতকাল সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক নান্দনিক ফুটবল ম্যাচ। সৌদি আরবের শীর্ষ দুই ক্লাব আল হিলাল আল নাসেরের সমন্বয়য়ে গঠিত একাদশের বিপক্ষে মাঠে নামে পিএসজি। সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর দ্বৈরথ হয়ে থাকল স্মরণীয়। 

মরুর বুকে অনুষ্ঠিত হওয়া ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে শুরু থেকেই। দুই দলের টান টান উত্তেজনা দেখা যায় প্রথম মিনিট থেকেই। ম্যাচের পুরোটা সময় জুড়ে মুগ্ধতা ছড়িয়েছেন লিওনেল মেসি-রোনালদোরা। তবে শেষ পর্যন্ত হারতে হয় রিয়াদ অল স্টার্স একাদশকে। মেসি-নেইমারের পিএসজির কাছে রোনালদোকে হারতে হয়েছে - গোলের ব্যবধানে।  

সৌদি আরবের দুই ক্লাব আল নাসর আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার - গোলে জিতেছে পিএসজি।

রিয়াদ অল স্টার্সের বিপক্ষে একটি করে গোল করেন মেসি, কিলিয়ান এমবাপ্পে, রামোস, মার্কিনিয়োস উগো একিতিকে। নেইমারের সামনেও সুযোগ ছিলো গোল করার। তবে পেনাল্টি মিস করায় গোলের সুযোগ হারান নেইমার। এছাড়া রিয়াদ অল স্টার্স একাদশের হয়ে জোড়া গোল করেন রোনালদো।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭