ইনসাইড গ্রাউন্ড

টানা ৫ জয়ের লক্ষ্যে ঢাকার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বরিশাল


প্রকাশ: 20/01/2023


Thumbnail

চট্টগ্রাম পর্বের শেষ দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে  আজ সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ডমিনেটর্স। সাগরিকায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

বিপিএল নবম আসরে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও এখন অপ্রতিরোধ্যে এক দল ফরচুন বরিশাল। টানা চার জয় নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২য় স্থানে। আজ ঢাকাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সম্ভাবনা থাকবে বরিশালের সামনে। অন্যদিকে ঢাকা ডমিনেটর্স পয়েন্ট টেবিলের তলানিতে। এখন পর্যন্ত ম্যাচের মধ্যে চার হারের বিপরীতে জয় পেয়েছে একটি ম্যাচ। আজ তাই বরিশালের সামনে ঢাকা অনেকটা সহজ প্রতিপক্ষই বটে।

নিজেদের শেষ ম্যাচে বরিশালের ব্যাটাররা ব্যাটিং তান্ডব চালিয়েছে রংপুরের বোলারদের উপর। বরিশালের হয়ে খেলা পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ ৪৫ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। এটি চলমান বিপিএলের ৩য় শতক। ইফতেখারের আগে আর দুইটি শতক করছেন তার স্বদেশী আজম খান উসমান খান।ইফতেখারকে সঙ্গ দেওয়া সাকিব অন্য পাশে থেকে ছিলেন আরও বিধ্বংসী। এদিন সাকিবও খেললেন টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস। ৮৯ রান করতে সাকিব খেলেছেন ৪৩ বল।

সাকিব-ইফতেখার জুটিতে ২৩৮ রানের বিশাল টার্গেট দাঁড়ায় রংপুরের সামনে। রংপুরের বিপক্ষে ম্যাচে ৬৭ রানে জয় পায় বরিশাল।  টানা জয়ের ধারাবাহিকতায় আজও ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে চাইবে সাকিবরা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বরিশাল চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙ্গতে। তাই ঢাকার বিপক্ষে অপরিবর্তীত একাদশ মাঠে নামবে এটা অনুমেয়।

বিপিএলে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছিলো ঢাকা ডমিনেটর্স। কুমিল্লার বিপক্ষেও ব্যাট হাতে ব্যার্থ হয়েছিলো ঢাকার ব্যাটাররা। কুমিল্লার দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫১ রান সংগ্রহ করে ঢাকা। দলটির অধিনায়ক নাসির হোসেন প্রতি ম্যাচে রান পেলেও ম্যাচ জয়ের জন্য পাশে পাচ্ছেন না অন্য কোন ব্যাটারদের। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে থাকা নাসির হোসেনের স্ট্রাইকরেটও ম্যাচ জয়ের জন্য যথেষ্ট নয়।  আবার বোলিংয়ে দেশ সেরা পেসার তাসকিন আহমেদও যেনো একাই লড়ে যান মাঠে।

আজ দলবদ্ধ পারফরম্যান্সে শক্তিশালী বরিশালের বিপক্ষে জিততে চাইবে ঢাকা ডমিনেটর্স। তবে ব্যাটে বলে সৌম্য-মিথুনদের দিতে হবে কঠিন পরিক্ষা।

দেখে নেওয়া যাক আজ দুই দলের সম্ভাব্য একাদশঃ
 ঢাকা ডমিনেটরসঃ সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, রবিন দাস, মোহাম্মদ মিঠুন(উইকেট কিপার), নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ ইমরান, জুবায়ের হোসেন, আমির হামজা, তাসকিন আহমেদ, মুক্তার আলী

ফরচুন বরিশালঃ মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয় (উইকেট কিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, মাহমুদুল্লাহ, করিম জান্নাত, কামরুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফজলে মাহমুদ, এবাদত হোসেন

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭