ইনসাইড বাংলাদেশ

ফের আদালতে যেতে হবে বেগম জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2018


Thumbnail

দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবাসে আছেন। সোমবার বন্দীজীবনের পঞ্চম দিনে কুমিল্লা এবং ঢাকার তেজগাঁও ও শাহবাগ থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বেগম জিয়াকে। এর মধ্যে শাহবাগ থানার মামলায় ১৮ইফেব্রুয়ারি আর তেজগাঁও থানার মামলায় ৪ মার্চ বেগম জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। তিনি আরও বলেন, ১৮ ফেব্রুয়ারি ও ৪ মার্চ বেগম জিয়াকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হবে।


বাংলা ইনসাইডার/ডিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭