ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলা-২০২৩


প্রকাশ: 21/01/2023


Thumbnail

লক্ষ্মীপুরে মাসব্যাপী শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলা-২০২৩ইং। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আউটার স্টেডিয়াম মাঠে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর জেলা বিসিক কার্যালয়ে আয়োজন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পুলিশ সুপারের সহধর্মিণী সেলিনা মাহফুজা,  মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ প্রমুখ।

বক্তরা বলেন- এ প্রথম বিসিক শিল্প নগরীর উদ্যোগে লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা হচ্ছে বাঙালির ঐতিহাসিক মিলনমেলা। মানুষ সকল দুঃখ বেদনা মুছে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসে। পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে আসেন। একজন উদ্যোক্তা তার শ্রম ও মেধা দিয়ে মেলার দোকানগুলো সাজিয়ে রাখছে।

আলোচনা শেষে আগত অতিথিরা মেলার স্টল গুলো পরিদর্শন করে। পরে মাঠের উত্তর পাশে আতশবাজি ফুটানো দৃশ্য উপভোগ করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭