ইনসাইড বাংলাদেশ

লন্ডন পুলিশের জেরার মুখে তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2018


Thumbnail

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের হামলায় তারেক জিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে লন্ডন পুলিশ। গত সোমবার লন্ডন সময় বিকেল ৫টায় তারেকের বাসায় গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। প্রায় এক ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে সে সম্পর্কে লন্ডন পুলিশ কিছু বলেনি। তবে তদন্তকারী একজন কর্মকর্তা বলেছেন, জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি। পুলিশ আবারও আসবে বলে জানিয়েছে। লন্ডন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারেক জিয়ার নির্দেশে যুক্তরাজ্য শাখা বিএনপি ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। যুক্তরাজ্য আইনে এধরনের ক্ষমা প্রার্থনা এবং দু:খ প্রকাশ কে গুরুত্ব দেওয়া হয়। এতে অপরাধীকে ক্ষমা করে দেয়ার গুরুত্ব হ্রাস পায়।

গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি দূতাবাসে হামলা চালায় বিএনপির কর্মী ও সমর্থকরা। তাঁরা সেখানে ব্যাপক ভাঙ্গচুর করে। লন্ডন পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করে যে তারেকের নির্দেশেই এই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ঘটনায় দোষীদের বিচার চেয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়।

ওই ঘটনার পরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন। একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিচার দাবি করেন।


বাংলা ইনসাইডার/



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭