ইনসাইড গ্রাউন্ড

মেসির জার্সির দাম উঠল ২৯ লাখ টাকা


প্রকাশ: 22/01/2023


Thumbnail

দুই দিন আগেই মরুর বুকে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখেছে ফুটবল বিশ্ব। সৌদি আরবের শীর্ষ দুই ক্লাব আল হিলাল আল নাসেরে সমন্বয়ে গঠিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছিলো পিএসজি। গোলের সে ম্যাচে বাড়তি উন্মদনা ছড়িয়েছে ফুটবল সমর্থকদের। তবে শেষ হাসিটা হেসেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)

এবার রিয়াদ অল স্টার্সকে - গোলে হারানো পিএসজির ফুটবলারদের জার্সি তোলা হয়েছে নিলামে। নিলামে পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি বিক্রি করা হয়েছে। নিলামে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে খেলা ম্যাচে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির পরিহিত জার্সি নিয়েই বেশি আগ্রহ দেখিয়েছে সৌদিয়ানরা। সাত বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলারের সেই জার্সি নজর কেড়েছে সবার। মেসির গায়ে দেওয়া জার্সির দাম এখন পর্যন্ত উঠেছে ২৫ হাজার ইউরো। বাংলেদশি মুদ্রায় যার পরিমাণ ২৯ লাখ টাকা। জার্সির নিলাম চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত ফলে মেসির জার্সির দাম আরও বাড়বে এটা অনুমেয়।

রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো আর বার্সেলোনা থেকে মেসি যাওয়ার পরে আগের মতো জমে না এল-ক্লাসিকো ম্যাচ। এই দুই তারকাকে মাঠের লড়াইয়ে দেখা যায় না খুব একটা। তাই দীর্ঘদিন পরে পরস্পরের লড়াই মন কেড়েছে ফুটবল সমর্থকদের। মেসির কাছে সি আর সেভেন হারলেও পায়ের জাদু দেখিয়েছেন ভক্ত-অনুরাগীদের। উত্তেজনাকর সে ম্যাচে গোল করেন পর্তুগিজ তারকা। লিওনেল মেসিও পেয়েছিলেন গোলের দেখা।

পিএসজির সাথে ম্যাচ দিয়ে আরব দেশে অভিষেক ঘটলো ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন অপেক্ষা আল-নাসেরের হয়ে মাঠে নামার।

 

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭