ইনসাইড গ্রাউন্ড

পিএজিতে রামোসের ভবিষৎ কি?


প্রকাশ: 22/01/2023


Thumbnail

বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর তাদের চিরপ্রতিন্দন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোসকে দলে টানে ফরাসি ক্লাব পিএসজি। প্রথম মৌসুমে ইনজুরির জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এই মৌসুমে ভালই সময় পার করছেন তিনি। ফলে পিএসজির সাথে মেসির নতুন চুক্তির পাশাপাশি রামোসের সাথেও চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছিলো প্যারিসের দলটি। তবে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে নতুন তথ্য।

রামোসের বিকল্প খুঁজে পেয়েছে পিএসজি। ইন্টার মিলানের সেন্টারব্যাক মিলান স্ক্রিনিয়ারের দিকে চোখ পড়েছে ফরাসি পরাশক্তিদের। এরই মধ্যে নাকি মৌখিক আলোচনাও সেরে ফেলেছে দুই পক্ষ। ফলে পিএসজিতে রামোসের ভবিষৎ নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সামনের দলবদলে নতুন ঠিকানা খুঁজে নিতে হতে পারে এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

রামোসের পাশাপাশি নেইমারের পিএসজি ছাড়ারও গুঞ্জন রয়েছে। প্রতিটি দলবদলের মৌসুমে নেইমারকে নিয়ে এ ধরনের গুঞ্জন হয়ে আসছেই। নেইমারের সাথে পিএসজির ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে আর্থিক দিক এবং এমবাপ্পের সাথে জটিলতার জের ধরে এবার নেইমারকে পিএসজি ছেড়ে দিতে পারেও বলে কানাঘুষা চলছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭