ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামের পাহাড়তলীতে ৩৬২ অবৈধ স্থাপনা


প্রকাশ: 23/01/2023


Thumbnail

চট্টগ্রাম  পাহাড়তলীতে  ৩৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম।

চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, অভিযানে ৩৬২টি অবৈধ সেমিপাকা ও টিনসেটের স্থাপনা উচ্ছেদ করে ১.১ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেলের জায়গায় গড়ে ওঠা এই স্ক্রাব কলোনিতে মাদক কারবারিদের উৎপাতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। স্ক্রাব কলোনিটি উচ্ছেদের দাবিতে পাহাড়তলী এলাকায় বসবাসরত স্থানীয় ছাত্রসমাজ, যুব সমাজ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কার্যালয় চত্বর ঘেরাও করে মানববন্ধন করে প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ পরিষদ। স্মারকলিপিও প্রদান করা হয় পুলিশ কমিশনার ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭