ইনসাইড বাংলাদেশ

দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা ২৫৫৪: আ. ক. ম মোজাম্মেল হক


প্রকাশ: 23/01/2023


Thumbnail

বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি সংস্থা বা এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি। এরমধ্যে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক কেবল বৈদেশিক অনুদানে পরিচালিত দেশীয় এবং আন্তর্জাতিক এনজিওগুলোর নিবন্ধন দেওয়া হয়। বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে বৈদেশিক অনুদানে পরিচালিত দেশি-বিদেশি নিবন্ধিত এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি। পৃথকভাবে এই এনজিওগুলোর তালিকা তুলে ধরেন মন্ত্রী।

বিদেশি এনজিওগুলো তাদের কর্মতৎপরতা সম্পর্কে সরকারের কাছে কোনো রিপোর্ট জমা দেয় কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বৈদেশিক অনুদানে পরিচালিত দেশি-বিদেশি এনজিওসমূহকে অনুসরণীয় বিদ্যমান ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ নভেম্বর, ২০২১ তারিখ জারিকৃত পরিপত্রের আলোকে সরকারের সংশ্লিষ্টদের কাছে রিপোর্ট দিতে হয়। সে অনুযায়ী বিদেশি এনজিওসমূহ নিয়মিত রিপোর্ট দেয় বলেও জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭