ইনসাইড গ্রাউন্ড

টি-টোয়েন্টির অধিনায়কও রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2018


Thumbnail

কে হবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক? টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়ার পর থেকে এটাই ছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের সব থেকে বড় প্রশ্ন।

সব প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি দল সামলানোর দায়িত্ব দিয়েছে বিসিবি। টেস্টের পর টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্বও দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। সাকিবের পরিবর্তে তামিমের অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি `ক্যাপ্টেন কুল` রিয়াদের হাতেই তুলে দিলেন অধিনায়কত্ব।

স্বল্প পরিসরের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেশ সফল মাহমুদুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাধিকবার নেতৃত্বের কারণে হয়েছেন প্রশংসিত। এই আসরে মাশরাফি বিন মর্তুজার পর সবচেয়ে সফল অধিনায়ক তাঁকেই মনে করা হয়। তাই তাঁর ওপরেই বিসিবি ভরসা রেখেছে।

এইদিকে ইনজুরির কারণে সাকিবের পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল অপুকে।


বাংলা ইনসাইডার/ডিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭