ক্লাব ইনসাইড

কাগজের উপর শিল্পকর্ম তৈরির কৌশল শিখছে ইবি শিক্ষার্থীরা


প্রকাশ: 24/01/2023


Thumbnail

প্রিন্টমেকিং বা ছাপচিত্র সাধারণত কাগজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় শিল্পকর্ম তৈরির কৌশল। প্রথমবারের মতো হাতে কলমে এই শিল্পকর্ম তৈরির কৌশল শেখার সুযোগ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টিএসসিসির ২০৭ নং কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ক কর্মশালা শুরু হয়।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির প্রভাষক তানিয়া আফরোজ। কর্মশালায় আর্টিস্ট হিসেবে ছিলেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্যশিল্প বিভাগের সহকারী অধ্যাপক ফাওয়াজ রব ও ইবির ফাইন আর্টস বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের হাতে-কলমে ছাপচিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থীরাও আগ্রহের সাথে কর্মশালায় অংশ নেন। এসময় বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন, ইমতিয়াজ ইসলাম, অনিন্দিতা হাবিব উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে ইসলামী বিশ^বিদ্যালয় নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ নতুন, তাই বেশ সীমাবদ্ধতাও রয়েছে। কমিটমেন্ট ও রেসপনসিবিলি থাকলে সীমাবদ্ধতার মাঝেও নিজেকে বিকশিত করা যায়। তিনি আরও বলেন, একটি ছবি অনেক গল্প বলে। ছবির সমাজের বাস্তব চিত্র জীবন্ত হয়ে প্রতিফলিত হয়। সমাজকে চমৎকার পরিবেশ আনতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন অনেক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭