ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে জাটকা নিধন ঠেকাতে অভিযান


প্রকাশ: 24/01/2023


Thumbnail

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা, দশটি বেহুন্দী জাল, ১৫টি চরঘেরা জাল ও পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ২ টা পর্যন্ত চট্টগ্রাম নগরের আকমল আলী ঘাট, উত্তর কাট্টলী ঘাট ও দক্ষিণ কাট্টলী ঘাটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

তিনি  বলেন, জাটকা শিকার না হলে বঙ্গোপসাগরে মাছের উৎপাদন অনেকাংশে বেড়ে যেতো। জাটকা নিধন নিরুৎসাহিত করার জন্য আমরা অভিযান চালিয়েছি। এসময় একটি নৌকা, দশটি বেহুন্দী জাল, ১৫টি চরঘেরা জাল ও পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছি। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭