ইনসাইড গ্রাউন্ড

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি টাইগারদের


প্রকাশ: 25/01/2023


Thumbnail

সারা বছর জুড়ে টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে প্রকাশ করা হয় আইসিসি টেস্ট বর্ষসেরা একাদশ। সে ধারাবাহিকতায় গতকাল ২০২২ সালের টেস্ট বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন ইংল্যান্ড দলের অন্যতম তারকা ব্যাটার জনি বেয়ারস্টো ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। টেস্ট ্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ১১ নম্বর স্থানে থাকলেও জায়গা হয়নি টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসের। আইসিসির প্রকাশিত বর্ষসেরা টেস্ট একাদশে স্থান পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা একাদশে সর্বোচ্চ অস্ট্রেলিয়ার চারজন, ইংল্যান্ডের জন, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার স্থান পেয়েছেন। এদের মধ্যে অধিনায়ক দেওয়া হয়েছে ইংল্যান্ড দলের বাঁহাতি অলরাউন্ডার বেন স্টোকসকে।  

২০২২ সালের বর্ষসেরা টেস্ট দল:

উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া), ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বেন স্টোকস (অধিনায়ক, ইংল্যান্ড), রিশাভ পান্ত (উইকেটরক্ষক, ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ন্যাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড

 

 

 

 

 

 

 

 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭