ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে নতুন ভোটার তালিকায় তিনলক্ষাধিক তরুণ


প্রকাশ: 25/01/2023


Thumbnail

চট্টগ্রামে ভোটারতালিকায় স্বয়ংক্রিয়ভাবে ঢুকে গেলেন তিন লাখেরও বেশি তরুণ। সামনের দ্বাদশ সংসদ নির্বাচনে তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী ২ মার্চ ভোটার দিবসে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বর্তমানে চট্টগ্রাম জুড়ে মোট ভোটারের সংখ্যা ৫৮ লাখ ৮২ হাজার ৯৮ জন।

২০২২ সালের ২০ মে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এর আগে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয় ওই বছরের ১৯ নভেম্বর। ওই সময় একইসঙ্গে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্যও সংগ্রহ করা হয়। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর তারাও ভোটার তালিকায় ঢুকে যাবেন স্বয়ংক্রিয়ভাবে।
ভোটার তালিকার সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে পাঁচ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন মোট তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন।

অন্যদিকে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৬০ হাজার ৭৪৮ জন। নিজেদের ইচ্ছায় চট্টগ্রাম থেকে অন্য জেলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২০ হাজার ৭১১ জন।

এছাড়া চট্টগ্রামে ১৬ ও ১৭ বছর বয়সী দুই লাখ ৩৪ হাজার ১২১ জন নাগরিক নতুন করে নিবন্ধিত হয়েছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তারা তালিকায় ঢুকবে। 
চট্টগ্রামে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯ হাজার ৬৫১ জন নতুন ভোটার এসেছেন ফটিকছড়ি উপজেলা থেকে। ২৭ হাজার ১০ জন নতুন ভোটার নিয়ে সাতকানিয়া উপজেলা আছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে সাত হাজারের কিছু বেশি নতুন ভোটার নিয়ে তালিকার সবচেয়ে নিচে আছে কর্ণফুলী ও চন্দনাইশ উপজেলা।

তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীতে সবচেয়ে বেশি ১৬ হাজার ৫১৮ জন নতুন ভোটার এসেছেন চান্দগাঁও এলাকা থেকে। এরপরই ১২ হাজার ২৪ জন নতুন ভোটার আছে ডবলমুরিং এলাকায়। কোতোয়ালীতে নতুন ভোটার ১০ হাজার ৫৮৬ জন, পাঁচলাইশে ১০ হাজার ৩৩০ জন।
এছাড়া পাহাড়তলী এলাকায় ৯ হাজার ৩১০ জন নতুন ভোটারের পাশাপাশি বন্দর এলাকায়ও রয়েছে সাত হাজার ৬৩৭ জন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭