ওয়ার্ল্ড ইনসাইড

জাপানের নাগাসাকি উপকূলে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৯


প্রকাশ: 25/01/2023


Thumbnail

বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘জিনতিয়ান’ নামের জাহাজটি ডুবে যাওয়ার পর ১৩ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।

বুধবার (২৫ জানুয়ারি) জাপানের কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে এই উদ্ধার অভিযান চালাচ্ছে।

বাকি ৯ জনের সন্ধানে ব্যক্তিগত জাহাজসহ প্লেন এবং উদ্ধারকারী জাহাজ তল্লাশি চালাচ্ছে। ছয় হাজার ৫৫১ টন ওজনের জাহাজটি জাপানের নাগাসাকি উপকূলের কাছে ডুবে গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭