ইনসাইড গ্রাউন্ড

সেমির কঠিন সমীকরণ নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ


প্রকাশ: 25/01/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দাপুটের সঙ্গে তিন জয় নিয়ে সুপার সিক্সে যায় বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের পারফরম্যান্স সমর্থকদের আশা জাগিয়েছিলো সেমিফাইনালের। কিন্তু সুপার সিক্সের প্রথম হারেই বিশ্বকাপ যাত্রা শেষের পথে দিশা বিশ্বাসদের। আজ তাই সেমিফাইনালের কঠিন সমিকরণ মাথায় নিয়েই আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। আরব আমিরাতকে হারানোর সাথে সাথে সংগ্রহ করতে হবে বিশাল নেট রানরেটও।

তাই সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শুধু আরব আমিরাতের সাথে জিতলেই হবে না সেমিফাইনালে যেতে হলে করতে হবে মিরাকল কিছু। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেই নিশ্চিত হত সেমিফাইনাল। কিন্তু সে ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় আফিয়ারা। দিশা বিশ্বাসের দলের ভাগ্যটা আরও খারাপ হয় যখন অস্ট্রেলিয়া কাছে হেরে যায় ভারত।

এর পরও বাংলাদেশের সুযোগ সৃষ্টি হতো যদি ভারত কিংবা অস্ট্রেলিয়ার কেউ পরের ম্যাচে হেরে যেত। কিন্তু সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে কোনো অঘটন ঘটেনি। ভারত অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচও জিতে যায়। শ্রীলঙ্কাকে হারিয়ে নেট রান সহ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সুপার সিক্সের গ্রুপের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আবার সমান ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও যেখানে সুপার সিক্সের গ্রুপে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে।

পয়েন্ট টেবিলের এমন পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিজেদের সামর্থ্যর জানান দিয়েছে দিশা বিশ্বাসের দলটি।  

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭