ইনসাইড পলিটিক্স

কারামুক্ত হলেন বিএনপি নেতা খোকন-মিলন


প্রকাশ: 25/01/2023


Thumbnail

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন। 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। 

গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক জানান, খোকন ও মিলনের জামিননামা মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজকে তারা মুক্তি পান। এ সময় দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনও গ্রেফতার হন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭