ইনসাইড গ্রাউন্ড

মার্চেই 'তিন তারকা' জার্সি পড়ে মাঠে নামবে আর্জেন্টিনা


প্রকাশ: 26/01/2023


Thumbnail

ফুটবলে সর্বোচ্চ তারকা সংবলিত জার্সি গায়ে দিয়ে মাঠে নামে বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এরপর চার তারকা জার্সিতে মাঠে নামেন জার্মান ইতালি। জার্সিতে কতটি তারকা থাকবে সেটি নির্ভর করে ওই দেশ কতগুলো বিশ্বকাপ জিতেছে তার উপর। তার ধারাবাহিকতায় এবার আর্জেন্টাইনদের জার্সিতে শোভা পাচ্ছে তিন তারকা। কারণ কাতার বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টাইনরা এখন ৩টি বিশ্বকাপ শিরোপার মালিক।

কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পরেই জার্সিতেতিন তারকানিয়েই উৎসবে মেতেছিলেন লিওনেল মেসিরা। বিশ্বকাপ জয়ের আনন্দ শেষে খেলোয়াড়রা ফিরে গেছেন যার যার ক্লাবে। তাই এখনো ‘তিন তারকা’ জার্সি পড়ে মাঠে নামা হয়নি লিওনেল মেসিদের। তবে এবার সে অপেক্ষার অবসান ঘতে যাচ্ছে আগামি মার্চেই।

আগামী মার্চে নিজেদের ঘরের মাঠে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটিওয়াইসি স্পোর্টসজানিয়েছে, মার্চের শেষদিকে ফের মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর একটি ম্যাচ হবে মনুমেন্টাল স্টেডিয়াম এবং অন্যটি হতে পারে রিভার প্লেটের মাঠে। প্রায় এক বছরের বেশি সময় ধরে রিভারের মাঠে খেলেনি আর্জেন্টিনা দল। সর্বশেষ ২০২১ সালের ১৪ অক্টোবর পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে - গোলে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা।

প্রীতি ম্যাচের মধ্যে দিয়েই লিওনেল মেসির গায়ে দেখা যাবে কাঙ্ক্ষিত সে ‘তিন তারকা’ সংবলিত জার্সি। যার জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছিলো ৩৬ বছর  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭