ইনসাইড গ্রাউন্ড

মেসির আইনজীবীর শরণাপন্ন আলভেজের পরিবার


প্রকাশ: 26/01/2023


Thumbnail

স্পেনের একটি ক্লাবে এক নারীকে যৌন হয়রানির দায়ে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজ। পুলিশ হেফাজতে থাকা আলভেজকে নির্দোষ প্রমানে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে তার পরিবার। এবার ব্রাজিলিয়ান এই তারকাকে জেল থেকে মুক্ত করতে লিওনেল মেসির বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন আলভেজের পরিবার।

ক্রিস্টোবাল মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন। স্পেনের পিপলস পার্টির কোষাধ্যক্ষ আলভারো লাপুয়ের্তার অ্যাটর্নিও ছিলেন তিনি। শুধু তাই নয়, বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইজ নুনেজের অ্যাটর্নিও ছিলেন মার্তেল। 

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে। 

গেলো শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ব্রাজিলিয়ান এই তারকা শুরু থেকেই নিজের উপর আনিত অভিযোগটি অস্বীকার করে আসছেন। মামলার নিষ্পত্তির জন্য তাকে আদালতেও তোলা হবে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭