ইনসাইড গ্রাউন্ড

সিলেট পর্বে যে ভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট


প্রকাশ: 26/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় পর্ব শেষ হওয়ার পর দুই দিন বিরতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিরতি শেষে আগামীকাল থেকে আবারো চলমান বিপিএলের চতুর্থ পর্ব শুরু হবে চায়ের শহর সিলেটে। ইতিমধ্যে সাকিব-তামিমরা চলে এসছে প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এই শহরটিতে।

শুক্রবার দুপুর টায় সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেটে চতুর্থ পর্ব। চার দিন মিলিয়ে সর্বমোট ৮টি ম্যাচ হবে সিলেটে। 

আজ থেকেই বিক্রি শুরু হয়েছে সিলেট পর্বের টিকিট। ঢাকা চট্টগ্রামের মতো সিলেটেরও দুটি কাউন্টারে পাওয়া যবে এবারের বিপিএলের টিকিট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

মাঠে বসে চার চক্কার ধামাকা দেখতে সিলেটের দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ২০০ টাকা। ছাড়াও ৩০০, ৫০০ টাকার টিকেট সহ সর্বোচ্চ গ্র্যান্ড স্টয়ান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭