ইনসাইড আর্টিকেল

ইতিহাসের এই দিনে: ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনা ঘটার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেটে যদি দেখা হয় তাহলে বছরের প্রতিটি দিনের ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছে বাংলা ইনসাইডার। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা জানালাম:

আজ ১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৫ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

দিবস
আজ বিশ্ব ভালোবাসা দিবস।
স্বৈরাচার প্রতিরোধের দিবস।

ঘটনাবলী
১৮৭৬- আলেকজান্ডার গ্রাহাম বেল তার আবিষ্কৃত টেলিফোনের পেটেন্টের জন্য আবেদন করেন।
১৯১২ - অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯২৯- আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৬২- টিভি পর্দায় প্রথম বারের মত হোয়াইট হাউস ঘুরিয়ে দেখান ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ।
১৯৯০- ভয়েজার ওয়ান প্রথম বারের মত সম্পূর্ণ সৌরজগতের ছবি তোলে।
২০০৫ - ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।


জন্মদিন
সুষমা স্বরাজ (১৯৫২ - বর্তমান)
সুষমা স্বরাজ ভারতের একজন রাজনীতিবিদ। ১৯৭৭ সালে তিনি মাত্র ২৫ বছর বয়সে ভারতে উত্তর প্রদেশের হরিয়ানার মন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবর (১৪৮৩ - ১৫৩০)
জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জন্ম উজবেকিস্তানের আন্দিজান শহরে। তিনি বাবার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। পানি পথের প্রথম যুদ্ধে দিল্লীর ইব্রাহীম লোদীকে পরাজিত করে তিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

সিমন পেগ (১৯৭০ - বর্তমান)
সিমন পেগ হলিউডের একজন জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্যকার এবং প্রযোজক। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র শন অব দ্য ডেড(২০০৪), দ্য ওয়ার্ল্ডস এন্ড(২০১৩), হট ফাজ(২০০৭) ও স্টার ট্রেক(২০০৯)।


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭