ইনসাইড বাংলাদেশ

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশ: 26/01/2023


Thumbnail

নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কামাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রাম তীরবর্তী কেন্দুয়া নদী থেকে বস্তা ভর্তি ওই বিদেশি মদের চালান উদ্ধার করা হয়।

গ্রেফতার কামাল, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসত বাড়িতে বিদেশি মদ কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার গণ উপজেলা কামার কান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রামে তার বসত বাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তা ভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় বসত বাড়িতে মদ কেনা বেচায় থাকা অপর তিন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশ কামালকে গ্রেফতার করে।
বুধবার রাতে কামালকে গ্রেফতার ও অপর তিন মাদক কারবারিকে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭