ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে: ১৪ ফেব্রুয়ারি,২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন:

মার্কিন বিমান হামলায় দুই রুশ যোদ্ধা নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত সপ্তাহে আইএসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে দুই রুশ যোদ্ধা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে নিহতের সহযোগীরা। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়াতে তাদের সেনা নিহত হওয়ার ঘটনাকে অস্বীকার করেছে।

ভারতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৫
ভারতের কেরালার একটি শিপইয়ার্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। আজ সকাল মঙ্গলবার কোচিন শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার সুপারিশ
দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেশটির পুলিশ ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার সুপারিশ করেছে।

জুমাকে সরে দাঁড়াতে বলল এএনসি
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জ্যাকব জুমাকে দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে।

মিশরীয় সেনাবাহিনীর অভিযানে নিহত ১০, গ্রেপ্তার ৪০০
মিশরে ইসরাইল সীমান্তের কাছে সিনাই উপদ্বীপে মিশরীয় সেনাবাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে আরও ৪০০ জনকে।


বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭