ইনসাইড বাংলাদেশ

৭০ বছরেও ঘুরে দাড়াতে পারেনি চট্টগ্রামের কাস্টমস হাউস


প্রকাশ: 26/01/2023


Thumbnail

চট্টগ্রামের কাস্টমস হাউস হচ্ছে সরকারের সবচেয়ে বেশী আমদানী - রপ্তানী খাতে রাজস্ব আদায়কারী প্রতিষ্টান।

৭০ বছর পেরিয়ে গেলেও এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। পুরোপুরি ডিজিটালাজিষ্টের সক্ষমতা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। জনবল সংকট আর অপর্যাপ্ত ল্যাবের বিষয়ে অভিযোগ দীর্ঘদিনের। আধুনিকায়নের নামে দশ বছর আগে চালু হওয়া অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমটি এখন স্টেক হোল্ডারদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দশ বছরেও হয়নি সার্ভার সমস্যার সমাধান। উল্টো কাস্টমস অফিসার কম্পিউটার খুললেই বলে সার্ভার সমস্যা। ফলে অর্থ ও সময় অপচয় রোধের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে চলমান সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্টেক হোল্ডাররা। 

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ২৪৮টি। এর বিপরীতে বর্তমানে কাজ করছেন ৬১২ জন। এরমধ্যে প্রথম শ্রণির ২১০ পদের বিপরীতে ১১৫ জন, দ্বিতীয় শ্রেণির ৪৯৭ পদের বিপরীতে ২৫৮, তৃতীয় শ্রেণির ৪২৩ পদের বিপরীতে ১৬৮ জন ও চতুর্থ শ্রেণির ১১৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৯৫ জন। এভাবে চলতে থাকলে স্মাট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে পিছিয়ে থাকবে চট্টগ্রাম কাস্টমস হাউস। এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭