ইনসাইড গ্রাউন্ড

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেটের প্রতিপক্ষ আজ রংপুর


প্রকাশ: 27/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের তৃতীয় পর্ব শেষে আজ থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে চলতি বিপিএলের চতুর্থ পর্ব। চায়ের শহর সিলেটে মোট চার দিনে অনুষ্ঠিত হবে ৮ টি ম্যাচ। আজ দিনের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

মাশরাফির বিন মর্তুজার অধিনায়কত্বে সিলেট স্ট্রাইকার্স যেনো ছুটে চলেছে দুরন্ত গতিতে। বিদেশি কোন তারকা ক্রিকেটার না থাকলেও দেশিয়দের পারফরম্যান্স সিলেট দল যেনো এক অনবদ্য। দলগত পারফরম্যান্স আর মাঠে মাশরাফির ক্যাপ্টেন্সি সব মিলিয়ে চলমান বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ৭  ম্যাচে মাত্র এক হারের মুখ দেখেছে দলটি। ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চলতি আসরের সবার উপরে স্ট্রাইকার্স। অপ্রতিরোধ্য সিলেট ইতিমধ্যে জানান দিয়েছে নবম বিপিএল আসরে শিরোপার অন্যতম যোগ্য দাবিদার তারা। আজ রংপুরকে রাইডার্সকে হারালেই শেষ চার  নিশ্চিত হবে মাশরাফি বাহিনীর। সবশেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে বেশ আত্নবিশ্বাসী স্ট্রাইকার্সরা।

অন্যদিকে রংপুর রাইডার্স ও আছে শেষ চারের দৌড়ে। চলতি আসরে রাইডার্স সমান তিন জয় তিন হার নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের চারে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের একক পারফ্ম্যান্সে সবশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে অসাধারণ এক জয় পেয়েছে রংপুর। পাক ক্রিকেটার শোয়েব মালিক এই দিন ব্যাট হাতে করেছিলেন ৪৫ বলে ৭৫ রান। মালিকের সাথে দলটিতে রয়েছে চলমান বিপিএলে সেঞ্চুরি করা উসমান খান। আরেক পাক অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ সহ বর্তমান সময়ের অন্যতম পেসার হারিস রউফও। এই চার বিদেশির মাঠের ফর্ম ভয়ের কারণ হতে পারে স্ট্রাইকার্সের। তাই শেষে ম্যাচ জয়ের আত্নবিশ্বাস নিয়েই সিলেটের বিপক্ষে মাঠে নামবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সিলেটকে হারিয়ে দলটি চাইবে সেমিফাইনলের পথে এক ধাপ এগিয়ে থাকতে।

উভয় দল নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায় অপরিবর্তীত একাদশ নিয়ে আজ মাঠে নামার সম্ভাবনা বেশি।

দেখে নেওয়া যাক আজ দুই দলের সম্ভাব্য একাদশঃ

রংপুর রাইডার্স : মোহাম্মদ নাইম, পারভেজ হোসেন ইমন, শোয়েব মালিক, মাহেদী হাসান, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান (উইকেটরক্ষক অধিনায়ক), শামীম হোসেন, আজমতুল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রকিবুল হাসান, হারিস রউফ।

সিলেট স্ট্রাইকার্স : নাজমুল হোসেন শান্ত, টম মুরস, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম(উইকেট কিপার), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ আমির।

 

 

 

 

 

 

  

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭