ইনসাইড বাংলাদেশ

আন্দোলনের ধরণ দেখে চটেছেন বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

দলের নেতাদের উপর বেজায় চটেছেন বেগম জিয়া। তাঁর মুক্তির জন্য কোনো আন্দোলনই হচ্ছে না বলেও তিনি হতাশা প্রকাশ করেছেন। কারারক্ষী, কারাগারের ডেপুটি জেলার এবং আরও দুজন কারা কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার বেগম জিয়া কথা বলেছেন।

কারাগার সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সকালেই বেগম জিয়া কারা রক্ষীদের কাছে জানতে চান, বিএনপির কর্মসূচির খবর কী। ওই নারী কারারক্ষী খোঁজ খবর নিয়ে জানান। বেগম জিয়াও একটি এফএম রেডিওতে সকাল ৮ টা ৪৫ মিনিটের খবর শোনেন। প্রেসক্লাবের সামনে মাত্র একঘণ্টার কর্মসূচি শুনে একটু রেগেই যান বিএনপি চেয়ারপারসন। তাঁর সামনে উপস্থিত একজন কারা কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন ‘এটা স্রেফ ফাজলামি করছে। এটা কোনো আন্দোলন হলো?’ ওই কারা কর্মকর্তা অবশ্য কোনো উত্তর দেননি। দুপুরে আবার বেগম জিয়া বেসকারি এফএম রেডিওতে আন্দোলনের খবর শোনেন। অবস্থান ধর্মঘটের খবর শোনার পর ‘ধুত’ বলে রেডিও বন্ধ করে দেন। বিকেলে ডেপুটি জেলারের কাছে জানতে চান, বিএনপির আর কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জিজ্ঞেস করেন। ডেপুটি জেলার দুদুর নাম বললে তিনি ভ্রু কুচকে শুধু প্রতিক্রিয়া জানান। কারাগারে কেউ দেখা করতে এসেছিল কিনা জানতে চাইলে ওই কারা কর্মকর্তা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নাম বলেন। ওই কারা কর্মকর্তা জামিনের ব্যাপারে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার বক্তব্য বেগম জিয়াকে জানান। মঙ্গলবারও কারাগারের রান্না খাবার খাননি বেগম জিয়া। সকালে খেয়েছেন কনফ্লেক্স। দুপুরে কিছু ফলমুল ইত্যাদি।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭