ইনসাইড গ্রাউন্ড

শেষ ম্যাচে পরাজয়, টেনিসকে বিদায় বললেন সানিয়া


প্রকাশ: 27/01/2023


Thumbnail

চলতি মৌসুম শেষে টেনিস কোর্টকে বিদায় বলবেন এটা আগেই জানিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। কিন্তু চোখের জলে বিদায় নিতে হবে এমনটা হয়ত কল্পনা করেনি তিনি নিজেও। ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যাম হেরে চোখের পানিতে বিদায় নিতে হলো টেনিসের এই মহাতারকাকে।

সানিয়া মির্জা রোহান বোপান্না জুটি অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি রাফায়েল মাতোসের কাছে হেরে গিয়েছেন। ব্রাজিলের জুটির কাছে -, - সেটে হারল ভারতীয় জুটি।

অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল হেরে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তাই আবেগ ধরে রাখতে পারেননি ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা। কান্নায় ভেঙ্গে পড়েন টেনিস কোর্টেই। বার বার কান্না ধরে রাখার চেষ্টা করেও পারেননি। এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে সহ-খেলোয়াড় রোহান বোপান্নাকে ধন্যবাদ জানান এবং সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন। ৩৬ বছরের সানিয়া জীবনে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। 

সানিয়া মির্জা ২০০৩ সাল থেকে শুরু করেন পেশাদার টেনিস। এর পর দীর্ঘ ১৯ বছর ধরে টেনিসের শীর্ষ সব লিগগুলো খেলেছেন ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করা এই তারকা। দ্বৈত ্যাঙ্কিংয়ে এক সময়ের বিশ্বসেরা তিনি, জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও।

দ্বৈত লড়াই ছাপিয়ে একক লড়াইয়েও গড়েছেন অনেক রেকর্ড। ভারতীয় টেনিস তারকা হিসেবে বিশ্ব টেনিস ্যাঙ্কিংয়ের ২০০৭ সালে ক্যারিয়ার সেরা ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি। ভারতীয় মেয়েরাও যে বিশ্বমানের টেনিস খেলতে পারে, টেনিসের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে পারে তা প্রমাণ করেছে সানিয়ার টেনিস ব্যাট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭