ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের মাঝেই মন্ত্রীত্বের খবর পেলেন ওয়াহাব


প্রকাশ: 27/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলতি আসরের শুরু থেকেই খেলে যাচ্ছেন পাকিস্তানি পেসার ওয়হাব রিয়াজ। খুলনা টাইগার্সের হয়ে ইতিমধ্যে খেলেছেন ম্যাচ। তার দল খুলনা ভালো অবস্থানে না থাকলেও টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি তিনি। বিপিএলে রীতিমতো ব্যাটারদের আতঙ্কের নাম ওয়াহাব রিয়াজ এবার খুশির খবর পেলেন নিজ দেশ থেকে।

পাকিস্তানের পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। বিপিএল খেলার মাঝামাঝি সময়ে মন্ত্রীত্বের দায়িত্ব পেলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়াহাব রিয়াজের মন্ত্রীত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব। ৩৭ বছর বয়সী ওয়াহব দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। তিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭