ইনসাইড গ্রাউন্ড

বাবরের হাতে উঠলো ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’


প্রকাশ: 27/01/2023


Thumbnail

বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। ২০২২ সালে ব্যাটে অসাধারণ সব ইনিংস উপহার দেওয়া বাবর স্বীকৃতি পেলেন আইসিসি থেকেও। পাক এই ব্যাটার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারের পেয়েছেন কিছুদিন আগেই

এবার পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জিতলেন আইসিসির তিন ফরম্যাটের বর্ষসেরার পুরষ্কারও। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবেস্যার গ্যারি সোবার্স ট্রফি দখল নিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। ২০২১ সালে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই ট্রফি জিতেছিলেন শাহিন শাহ আফ্রিদি।

আইসিসির বর্ষসেরা পুরষ্কার জিততে পাক এই ব্যাটারকে লড়তে হয়েছিলো ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে তবে শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পুরষ্কার নিজের করে নিলেন বাবর।

তিন ফরম্যাট মিলিয়ে গত বছর পাকিস্তানের জার্সি গায়ে ৪৪ টি ম্যাচ খেলেছিলেন বাবর। টি সেঞ্চুরি সাথে করেছেন ১৫ টি হাফসেঞ্চুরিও। ৫৪.১২ গড়ে করেন ২৫৯৮ রান।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭