ইনসাইড গ্রাউন্ড

টেবিলের শীর্ষে উঠার হাতছানি নিয়ে চট্টগ্রামের মুখোমুখি বরিশাল


প্রকাশ: 27/01/2023


Thumbnail

বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে এ জয় তুলে টেবিলের শীর্ষ স্থানে থাকা সিলেট স্ট্রাইকার্সকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে বর্তমান রানার্সআপ বরিশালের সামনে। দিনের প্রথম ম্যাচে সিলেট বড় ব্যবধানে হেরে যাওয়ায় রান রেটে তাদের থেকে এগিয়ে গেছে ফরচুন বরিশাল। সবশেষ ম্যাচে সিলেটের কাছে ২ রানে হারলেও, দল হিসেবে দারুণ ছন্দে রয়ছে বরিশাল। ব্যাট-বলে দাপট দেখিয়ে আবারো জয়ের ধারায় ফিরতে চায় দলটি। 

অন্যদিকে টুর্নামেন্টে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর দলটি এবার মাঠের লড়াইয়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারেনি। ৭ ম্যাচ থেকে মাত্র ২টি জয় পেয়েছে দলটি। এতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গুভাগত হোম চৌধুরির দল। তাই সামনের পথটা অনেক কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে ঘুরে দাড়াতে চায় সাগরিকার দলটি। 

দুই দলের একাদশ:

ফরচুন বরিশাল:

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আনামুল হক, কামরুল হাসান, সাইফ হাসান, সালমান হোসাইন, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহম্মাদ ওয়াসিম, করিম জানাত, চতুরঙ্গা ডি সিলভা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

গুভাগত হোম চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি, আফিফ হোসেন, ম্যাক্স ও'ডাউড, উন্মুক্ত চাঁদ, কার্টিস ক্যাম্ফার, ইরফান শুক্কুর, ভিয়াসকান্ত, মেহেদী মারুফ, মেহেদী রান, নাহিদুজ্জামান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭