লিভিং ইনসাইড

ভালোবাসার বাণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

ভালোবাসা পৃথিবীর প্রাচীনতম সম্পর্ক। ভালোবাসা আসে একদম মনের ভেতর থেকে। ভালোবাসার কোন সংজ্ঞা নেই। ইতিহাসের পাতায় ভালোবাসার জন্য জীবন বিসর্জন, সিংহাসন ত্যাগ, অর্থ প্রাচুর্য ত্যাগসহ আরো কতনা ঘটনা রয়েছে। ভালোবাসা অমর ও অক্ষয়। ভালোবাসার মৃত্যু নেই। আনন্দ আর বিরহ নিয়েই ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে রচিত হয়েছে কত গল্প, কবিতা, উপন্যাস, গান, সিনেমা। বিভিন্ন মনীষীরা এই ভালেবাসা নিয়ে বিভিন্ন সময়ে কতোকিছু, কতো বাণী দিয়েছেন, তার শেষ নেই। আজ এমনই কিছু ভালোবাসার বাণী দেখবো।

• তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা ।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান- রবীন্দ্রনাথ ঠাকুর।
• রঙিন ঠোটের সরুলতা হতে একটি চুমুরে ছিড়ে বেধে রাখা যায় রূপহীন সেই ভালবাসার কথাটিরে- জসীমউদ্দিন।
• চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো হাতে নিয়ে এগিয়ে পেরিয়ে যাই ঘৃনার নদীর সাঁকো- আহসান হাবীব।
• পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয় - হুমায়ূন আহমেদ।
• কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া- কনফুসিয়াস।
• যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে- এলিজাবেথ বাওয়েন।
• সারাজীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে, একবার ভালোবেসে তাকে হারানো উত্তম- আগাস্টিন।
• কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়- হুমায়ূন আহমেদ।
• ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ- জর্জ চ্যাপম্যান।
• ভালোবাসা হচ্ছে একধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে- লুইস ম্যাকেন।
• আমরা কোনো ভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপরমূল্য নির্ধারণ করতেই হবে- ম্যালানি ক্লার্ক।
• সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়- লা রচেফউকোল্ড।
• প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়- স্কুট হাসসুন।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭