ইনসাইড গ্রাউন্ড

‘আমরা ভালো ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াব`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

ব্যর্থ ত্রিদেশীয় সিরিজ আর টেস্ট সিরিজ এর পর সামনে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কোচ হাতুরুকে খালি হাতে ফেরত দেওয়ার চেষ্টা তো ব্যর্থ, এবার লক্ষ্য অন্তত ষোলকলা পূর্ণ না করতে দেওয়া! সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নামবে টাইগাররা। আজ এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত সংবাদ সম্মেলনে এসে রিয়াদ এই কথা বলেন।

দলের খারাপ সময় এবং স্কোয়াড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘এখনও আমরা সেরা একাদশ পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি। আমাদের দলে ভালো ক্রিকেটার আছে। রাহী-আফিফসহ নতুনরাও পারফর্ম করতে পারে। আমরা ভালো ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াব।‘

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ডট বল বেশি খেলে থাকে, তাই ম্যাচ জেতার সংখ্যাও কম। এ বিষয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা অনেক বেশি ডট বল খেলে থাকি। টি-টোয়ান্টিতে যেই দল যত কম ডট বল খেলে তাঁরা তত বেশি ম্যাচ জিততে পারে। আমাদেরও ডট বল কম খেলতে হবে।‘


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭