ইনসাইড গ্রাউন্ড

‘এটা আমার জন্য ফাইনাল নয়, চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ‘

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

আজ রাতেই রিয়াল-পিএসজি মহারণ। এরই মধ্যে ফুটবলবিশ্বে চলছে কথার লড়াই, কে জিতবে এই ম্যাচে। চলতি মৌসুমে ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদ নাকি উড়তে থাকা পিএসজি। একই সঙ্গে রিয়াল-পিএসজি’র পাশাপাশি লড়াইটা রোনালদো এবং নেইমারেরও। তবে এমনটা মানতে নারাজ রিয়াস বস জিনেদিন জিদান। তাঁর মতে লড়াইটা সময়ের অন্যতম দুই খেলোয়াডের নয়, বরং দুটি দলের।   

জিদান বলেন, ’আমরা সময়ের দুজন দুর্দান্ত খেলোয়াড় নিয়ে কথা বলছি, কিন্তু আগামীকাল ম্যাচটা রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি, নেইমার বনাম রোনালদো নয়।  নেইমার একজন মানসম্পন্ন খেলোয়াড় কিন্তু আমরা ক্রিশ্চিয়ানো ও নেইমারের মধ্যে কোনো দ্বৈরথ দেখতে চাই না। আমরা রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি ম্যাচ দেখতে চাই।‘

তিনি আরও বলেন, ‘আমরা রোনালদোর মতো একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলতে পারি, যে ফুটবলে অসাধারণ কিছু করেছে এবং পাঁচবার ব্যালন ডি’অর জিতেছে কিন্তু মাঠে নেইমার কি করতে পারে, সেটাও সবাই দেখেছে।‘

চলতি মৌসুমে ধুঁকতে থাকা রিয়ালের সামনে সামনে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখার সুযোগ। তাই আজ হেরে গেলে তোপের মুখে পরতে পারেন জিদান। কেননা ইতোমধ্যেই লা লিগা শিরোপা প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে অল হোয়াইটসদের, খুইয়েছেন কোপা দেল রে’র শিরোপাও। তাই গুঞ্জন আছে তাকে বিদায় করে দিতে পারে রিয়াল। তবে এ নিয়ে খুব একটা ভাবনা নেই ফরাসি এই কোচের।

রিয়ালে তাঁর ভবিষ্যত নিয়ে জিদান বলেন, ’সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এ মুহূর্তে ভবিষ্যৎ চিন্তা আমাকে খুব বেশি বিরক্ত করছে না। এটা আমার জন্য একটা ফাইনাল নয়, চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ।‘

পিএসজি ম্যাচ নিয়ে চাপে আছেন কিনা এমন প্রশ্নে জিদান বলেন বলেন, ‘আমাদের হাতে দুই লেগের খেলা আছে এবং আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে মাঠে গিয়ে ভালো খেলা। বাকি সব নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমরা কোনো চাপ অনুভব করছি না।‘

তথ্যসূত্রঃ গোল.কম


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭