কালার ইনসাইড

বত্রিশ বছর পর কাশ্মীরে নজির গড়ল শাহরুখের ‘পাঠান’


প্রকাশ: 28/01/2023


Thumbnail

মুক্তির পরেই ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’। মাত্র দু’ দিনেই বক্সঅফিসে আয় করেছেন দুই’শ কোটি টাকারও বেশি। ‘পাঠান’ দেখতে সারা ভারত জুড়েই হাউসফুল হয়ে গেছে হলগুলোতে। কিন্তু এবার নজির গড়ল কাশ্মীর। প্রায় ৩২ বছর পরে সেখানেও প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল বোর্ড’ টাঙানো।

গোটা দেশেজুড়ে উন্মাদনা ছাড়িয়ে গেছে শাহরুখের আলোচিত-সমালোচিত এই ছবিটি। করোনার পরবর্তী সময়ে অভিনেতার হাত ধরেই সুদিন ফিরেছে বলিউডে। প্রতিদিনই নজির গড়ছে এই ছবিটি।

জানা গেছে, কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয় এই হলটির শ্রীনগরের সোনওয়ার এলাকায়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেছিলেন এটির। প্রায় তিন দশক পর পুনয়ায় চালু হল কাশ্মীরের এই হলটি। দিনে প্রায় ১২-১৪ টি শো চলছে পাঠানের।

আইনক্সের মালিক বিজয় ধরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট ১৪টি শো প্রর্দশিত হয়েছে পাঠানের।

তিনি বলেন, সারা বিশ্বে দু’দিনে ‘পাঠান’ ২১৯ কোটি ৬০ লক্ষ টাকা আয় করেছে বক্সঅফিসে। এখন এটাই দেখার পালা সপ্তাহ শেষে কত আয় করে শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবিটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭