ইনসাইড পলিটিক্স

জোট ছাড়া নির্বাচনের চিন্তা আওয়ামী লীগে


প্রকাশ: 28/01/2023


Thumbnail

২০০৮ এর নির্বাচন থেকে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করে আসছে। মহাজোট এবং ১৪ দলীয় জোট, দু’টোকে একসঙ্গে করে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে বিএনপি জামায়াতকে মোকাবেলা করছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যদি আরও কিছু বিরোধী দল অংশগ্রহণ না করে; সে ক্ষেত্রে আওয়ামী লীগ বিকল্প ব্যবস্থা হিসেবে একক নির্বাচন করতে পারে। মহাজোট এবং জোটের অন্যান্য দলগুলোকে আলাদাভাবে নির্বাচন করার পরামর্শ দিতে পারে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতির উদ্দেশে ভাষণে বলেছেন যে, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক। আর তার এই কথার সূত্র ধরেই আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে যে, আগামী নির্বাচনে যেন সকল রাজনৈতিক দল স্ব-স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করে, সে ব্যাপারে আওয়ামী লীগ চিন্তাভাবনা করছে। 

আওয়ামী লীগ ২০২৪ এর নির্বাচনে দুটি বিকল্প পথ নিয়ে এগুচ্ছে বলে জানা গেছে। প্রথম পথটি হল যদি শেষ পর্যন্ত বিএনপি জামায়াত এবং অন্যান্য বিরোধী দলগুলো অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ ২০০৮ থেকে যেভাবে মহাজোট এবং ১৪ দলের ব্যানারে নির্বাচন করেছিল সেই একইভাবে নির্বাচন করবে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকে এবং নির্বাচন বর্জন করে তাহলে আওয়ামী লীগ আর জোটবদ্ধভাবে নির্বাচন করবে না। সেক্ষেত্রে জাতীয় পার্টি আলাদাভাবে এবং মহাজোটের অন্যতম শরিক দলগুলোর স্ব-স্ব অবস্থান থেকে নির্বাচন করবে। এমনকি ১৪ দলের জাসদ, ওয়ার্কার্স পার্টিও তাদের নিজস্ব অবস্থান থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এ ছাড়াও আওয়ামী লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন দল, মোস্তফা মোহসীন মন্টু এবং অধ্যাপক আবু সাঈদের নেতৃত্বে গণফোরামসহ বেশ কিছু রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের মাঠে নামাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বিপুলসংখ্যক ইসলামিক রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সরকার ইতিমধ্যে ভিতরে ভিতরে কাজ শুরু করেছে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তারপরও যেন দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আবহ তৈরি হয় সেটি আওয়ামী লীগ নিশ্চিত করতে চায়। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, কোন অবস্থাতেই ২০১৪ এর মতো বিনাভোটে নির্বাচন হবে না। বরং নির্বাচন যেন প্রত্যেকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি দৃষ্টান্ত স্থাপিত হয় সে ব্যাপারে আওয়ামী লীগ নজর রাখবে।

আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন যে, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন গুণগত পরিবর্তন করতে চায় আওয়ামী লীগ। সেখানে সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে। তাদের নিজ নিজ কর্মসূচি থাকবে। কিন্তু যারাই ক্ষমতায় আসুক না তারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি নিয়ে কোন বিতর্ক করবে না। এরকম একটি আবহাওয়া তৈরীর জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আগামী নির্বাচন সেই সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলেই একাধিক সূত্র মনে করছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭