ইনসাইড বাংলাদেশ

আইনজীবী খুঁজছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

দলীয় আইনজীবীদের উপর ভরসা রাখতে পারছেন না তারেক জিয়া। তাঁর মা বেগম জিয়ার বিরুদ্ধে মামলা লড়তে ভালো আইনজীবী খুঁজছেন। জিয়া অরফানেজ মামলায় আপিল শুনানিতে বেগম জিয়ার আইনজীবী হিসেবে ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট হাসান আরিফের মতো আইনজীবীদের চাইছেন তারেক জিয়া। তারেকের নির্দেশে ইতিমধ্যে এসব আইনজীবীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বিএনপির একাধিক সূত্র বলছে, জিয়া অরফানেজ মামলার রায়ের পর দলীয় আইনজীবীদের উপর আর নির্ভর করতে পারছেন না তারেক জিয়া। বিএনপির একাধিক নেতার সংগে যোগাযোগ করা হলে তারা বলেছেন, দলীয় আইনজীবীরা পয়সা পান না এজন্য তারা মামলা নিয়ে হোমওয়ার্ক করেন না। আদালতে এসে ফটোসেশন এবং পাবলিসিটিতে ব্যস্ত থাকেন। এজন্য বিএনপি আপিলে পেশাদার আইনজীবী নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন ‘বেগম জিয়ার জিয়া অরফানেজ মামলার হাইকোর্টে আপিলের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর তাঁর নির্বাচন করা না করা নির্ভর করবে। তাই এটাকে অবহেলা করার সুযোগ নেই।’ ওই নেতা বলেছেন ‘দলীয় আইনজীবীরা তো আছেনই এর বাইরে আমরা ভালো ল’ইয়ারদের এই মামলায় যুক্ত করতে চাই।’


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭