ইনসাইড গ্রাউন্ড

সর্বোচ্চ উইকেট শিকারি ওয়াহাব, দ্বিতীয় মাশরাফি


প্রকাশ: 29/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলতি আসরের তৃতীয় পর্ব শেষে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থ পর্ব। টানা দুই দিন খেলা শেষে আজ বিরতি পেয়েছে দলগুলো। একদিন বিরতির পর আবারো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। এখন পর্যন্ত তিন ভেন্যু মিলিয়ে মাঠে গড়িয়েছে ২৮ টি ম্যাচ। মাঠে জমজমাট লড়াই দেখিয়ে প্লে-অফের দিকেও এগিয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো। ব্যাক্তিগত পারফরম্যান্সেও তুমুল লড়াই দেশি-বিদেশিদের মধ্যে। প্রতিম্যাচেই ছাড়িয়ে যাচ্ছে একে অন্যকে।

দেখে নেওয়া যাক বিপিএল চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি দৌড়ে কারা এগিয়ে।

১। ওয়াহাব রিয়াজঃ পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ চলমান বিপিএলে খেলছেন খুলটা টাইগার্সের হয়ে। নিজ দল খুলনা টাইগার্স প্লে-অফের রেসে অনেকটা পিছিয়ে থাকলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে সবার উপরে ৩৭ বছর বয়সী এই পাক ক্রিকেটার। চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। খুলনার জার্সি গায়ে ৭ ম্যাচে তুলে নিয়েছেন ১৩ উইকেট। প্রতিপক্ষের উইকেট তোলায় যেমন পটু এ বোলার রান দিতে করেন অনেক কৃপণতা। ওয়াহাবের বোলিং ইকোনমি যে কোন পেসারের জন্য আদর্শই বটেই। চলমান বিপিএলে বাঁহাতি এই পেসার ওভার প্রতি রান দিয়েছন ৬.৯৫ করে।

২. মাশরাফি বিন মর্তুজাঃ বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলে অধিনায়কত্ব করছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ী সফল অধিনায়কও তিনি। চলতি আসরে দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। বল হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠছেন নরাইল এক্সপ্রেস। এখন পর্যন্ত চলতি বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়াহাব রিয়াজ থেকেও এক ম্যাচ বেশি খেলা মাশরাফির শিকার ১২ উইকেট। পায়ে একাধিক বার অপারেশন হলেও ভালোবেসে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেট। চলতি আসরে ৩০ ওভার বল করে কিছুটা খরচে ছিলেন মাশরাফি। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭০ করে।

৩. মোহাম্মদ আমিরঃ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির খেলছেন কাপ্তান মাশরাফির অধীনে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ জানিয়ে বিদায় নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে সারা বিশ্বে অনুষ্ঠিত হওয়া ফ্র‍্যাঞ্চাইজি গুলোতে নিয়মিত দেখা যায় এই পাক বোলারকে। বিপিএলের নিয়মিত মুখও তিনি। ৫ বছর ক্রিকেটের বাহিরে থাকলেও বলের তেজ কমেনি একটুও। চলমান বিপিএলেও বল হাতে আগুন ছড়াচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। সিলেটের সেরা বোলারও তিনি।  ওভার প্রতি ৫.৪৯ করে রান দিয়ে তুলে নিয়েছেন ১১ উইকেট। চলতি আসরে ৬ এর নিচে রান দেওয়া আমির আছেন উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে।

৪. হাসান মাহমুদঃ জাতীয় দলের পেসার হাসান মাহমুদ এই আসরে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। শুরুর কয়েকটি ম্যাচে নিজেকে খুজে না পেলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের জয়ে রাখছেন ভূমিকা। বল হাতে তুলে নিয়েছেন সর্বোচ্চ উইকেট তালিকায় তিন নম্বরে থাকা আমিরের সমান ১১ উইকেট। আমিরের চেয়েও দুই ম্যাচ কম খেলা হাসান মাহমুদের অবস্থান তালিকার চতুর্থতম স্থানে। চলতি আসরে রংপুরের হয়ে ৭ ম্যাচ খেলা ডান হাতি এই পেসার ওভার প্রতি রান দিয়েছেন ৭.১০ করে।

৫. নাসির হোসেনঃ লম্বা সময় ধরে জাতীয় দলের বাহিরে থাকা নাসির হোসেন চলতি আসরে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ডমিনেটর্সকে। টুর্নামেন্টে ভালো অবস্থানে নেই ডমিনেটর্স। রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তাইতো অধিনায়ক নাসিরকে দশে দশ না দিলেও অলরাউন্ডার নাসিরকে দশে দশ দিতেই হবে। ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আর বল হাতে পঞ্চম স্থানে নাসির হোসেন। এখন পর্যন্ত ৮ ম্যাচে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ১১ উইকেট। জাতীয় দলের আবারো সম্ভাবনা জাগানো নাসির ওভার প্রতি রান দিয়েছেন ৭.২৩ করে।

উল্লেখ্য আগামী ১৩ তারিখ থেকে পাকিস্তান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে যাওয়ায় ওয়াহাব, আমিরদের ৮ ফেব্রিয়ারির আগে ছাড়তে হবে বিপিএল। তাই মাশরাফি-হাসান মাহমুদের সামনে সুযোগ থাকবে শীর্ষ উইকেট শিকারির তালিকায় যাওয়ার। বিদেশিদের ছাপিয়ে দেশি ক্রিকেটারের এমন পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকরই বটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭