ওয়ার্ল্ড ইনসাইড

আরব্য রজনীর কণের সাঁজে কেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2018


Thumbnail

সফেদ বিয়ের পোশাক, মাথায় হিজাব আর হাতে এক গোছা ফুল। দূর থেকে দেখে মনে হয় বিয়ের পোশাকে আরব্য রজনীর কণে দাড়িয়ে আছে। কাছে থেকে দেখলে মনে হবে কোন শিল্পী তার সুচারু কাজে মন হরিনি চোখ, সূচালো নাক, আর ঠোঁটে গাড় লিপস্টিক পরিয়ে একটি পুতুল তৈরি করছে। আদোতে এটি না কোনো পুতুল অথবা বিয়ের কণে। এটি একটি কেক! আর কেকটি তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি টাকা!

এমনই একটি কেক বানিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছেন লন্ডনের ডিজাইনার ডেবি উইংহাম। ব্যতিক্রমী কিছু করার উদ্দীপনায় একেবারে ছয় ফুট দৈর্ঘের কণের আদলে কেকটি তৈরি করে ফেলেন তিনি। কেকটির ওজনও নেহাত কম নয়, ১২০ কেজি। ডেবি উইংহামের তৈরি এই কেকটি মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই খাওয়ার যোগ্য।
মানুষের আকৃতিতে কেক তৈরি নতুন কিছু নয়। তবে আকারে ও ডিজাইনে এই কেক সত্যিই অনন্য। গহনা হিসেবে ব্যবহার করা হয়েছে মুক্তো ও ছোট ছোট মূল্যবান পাথর। ঠিক যেমনটা আসল কনের ক্ষেত্রে হয়। উইংহাম বলেন, শুধু কেকের এই অংশগুলিই খাওয়া যাবে না। বাকিটা ভোজ্য।

এখন প্রশ্ন, কে এই সুন্দরী কেকের বুকে ছুড়ি চালাবে?


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭