ইনসাইড গ্রাউন্ড

প্লে-অফে টিকে থাকতে আজ ঢাকাকে হারাতে চাইবে রংপুর


প্রকাশ: 30/01/2023


Thumbnail

একদিনের বিরতি শেষে আজ থেকে আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল নবম আসরের সিলেট পর্ব। আজ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স। ইতিমধ্যে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলোও শেষ চারে কোন কোন দল খেলবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফির সিলেট এক পা দিয়ে রেখেছে প্লে-অফে।

আর ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালেরও প্রবল সম্ভাবনা রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ডমিনেটর্সের সম্ভাবনা নেই বললেই চলে।  আট ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের তিনে কুমিল্লা। আট পয়েন্ট নিয়ে টেবিলের চারে সোহানের রংপুর রাইডার্স। সাত ম্যাচে চার জয়ের পাশাপাশি তিনটি হার তাদের। মাত্র দুটি জয় নিয়ে টেবিলের পাঁচে রাব্বির খুলনা টাইগার্স। সাত ম্যাচ খেললেও মাত্র চার পয়েন্ট তাদের। এরপরেই আছে চট্টগ্রাম ও ঢাকা নয় ম্যাচে দুটি জয় শুভাগত হোমদের। আর আট ম্যাচে দুই জয় নাসিরের ঢাকা।

এমন সমীকরণে নিয়ে আজ ঢাকার বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে নামবে রংপুর রাইডার্স। নিজেদের শেষ ম্যাচ জয়ে বেশ আত্নবিশ্বাসী নুরুল হাসান সোহানের দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে সবশেষ ম্যাচে মাত্র ৯২ রানে অল আউট করে দেয় রংপুরের বোলাররা। আজমত উল্লাহ ও হাসান মাহমুদের বোলিং তোপে লোস স্কোরিংয়ে আটকা পড়ে সিলেট। এইদিন আজমত উল্লা ওমরযাই এবং হাসান মাহমুদ নেন তিনটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই সিলেট পরাস্ত করে দেয় রংপুর। এই দিন রংপুরের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন রনি তালুকদার। ৩৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন রনি। প্লে-অফে জায়গা করে নিতে আজ জয়ের কোন বিকল্প নেই রংপুর রাইডার্সদের।

অন্যদিকে ম্যাচে মাত্র জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকাও নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে খুলনা টাইগার্সকে।  শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় ঢাকা। খুলনার সামনে টার্গেট দাঁড়ায় ১২০ বলে ১০৮ রানের সহজ লক্ষ্যে। কিন্তু ঢাকার তাসকিন আহমেদের বোলিং তোপে ছোট্ট এই টার্গেটকে পাহাড়সম মনে হয়েছে খুলনার। রাব্বির দলটি অল আউট হয়ে যায় ৮৪ রানে। ফলে ২৪ রানের জয় পায় নাসিরে হোসের ঢাকা। এইদিন ঢাকার হয়ে সর্বোচ্চ উইকেট নেন তাসকিন আহমেদ।

টুর্নামেন্টে ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন এখন পর্যন্ত ম্যাচে ২৯১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে এবং বল হাতে ১১ উইকেট নিয়ে সেরা বোলিং তালিকায় নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে ম্যাচে নাসিরের সমান ১১ উইকেট নিয়ে সর্বোচ্চচ উইকেট শিকারির চার নম্বর স্থানে আছেন রংপুর রাইডাইর্সের হাসান মাহমুদ। সবশেষ ম্যাচে দুই দল জয় পাওয়ায় অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

দেখে নেওয়া যাক দুই দলের আজকের সম্ভাব্য একাদশঃ

ঢাকা ডমিনেটর্সঃ উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মিজানুর রহমান, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আমির হামজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ।

রংপুর রাইডার্সঃ মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক উইকেট কিপার), রবিউল হক, হারিস রউফ, হাসান মাহমুদ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭